কর্মস্থলে ফিরতে ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতাদের সহযোগিতা চাইল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৩:০৯ | প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৪, ১২:৫৬

পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগ দিতে সবা সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশের সদর দপ্তর।

বৃহস্পতিবার সকালে সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এই আহ্বান জানানো হয়েছে।

গতকাল বুধবার মো. ময়নুল ইসলাম নতুন আইজিপি হিসেবে নিয়োগ পাওয়া পর সারা দেশে পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে আহ্বান জানান।

এর পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর আজ যেসব পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন পথে তাদের সহযোগিতা করতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতা, ছাত্র-ছাত্রী ও আপামর জনসাধারণের কাছে আহ্বান জানালো।

খুদে বার্তায় বলা হয়, পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছেন বলে যে সংবাদ প্রচার করা হচ্ছে, সেগুলোর সত্যতা পাওয়া যায়নি। গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মী, হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট চলছে। হামলায় নিহত হয়েছেন অনেকে। রক্ষা পায়নি পুলিশ সদস্যরা। হামলা হয়েছে থানায়ও। নিহত হয়েছেন অনেক বাহিনীটির অনেক সদস্য। এ জন্য ভয়ে পালিয়ে গেছেন তারা।

(ঢাকাটাইমস/০৮আগস্ট/এফএ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :