নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, চার চীনা নাগরিকসহ নিহত ৫
নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন চীনা পর্যটক এবং একজন হেলিকপ্টারটির পাইলট।
বুধবার বিকালে রাজধানীর কাঠমাণ্ডু থেকে সায়াব্রুবেসির যাওয়ার সময় বাগমতি প্রদেশের নুওয়াকোট জেলায় এই দুর্ঘটনা ঘটে।
নেপালের সিভিল এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে বলেছে, এয়ার ডাইনেস্টির অন্তর্গত হেলিকপ্টারটি উড্ডয়নের তিন মিনিটের মাথায় কাঠমাণ্ডুর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
নেপাল পুলিশের মুখপাত্র ড্যান বাহাদুর কারকি বলেছেন, পাইলটসহ হেলিকপ্টারে থাকা পাঁচজন নিহত হয়েছেন। আমরা সব মরদেহ সংগ্রহ করেছি।
নেপালে চীনা দূতাবাস দুর্ঘটনায় চার চীনা নাগরিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রসঙ্গত, বিমান দুর্ঘটনার কালো অধ্যায় রয়েছে নেপালের। দেশটিতে গত কয়েক দশকে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে। আর তাতে ক্রুসহ মারা গেছেন পাঁচ শতাধিকের বেশি মানুষ।
সর্বশেষ গত ২৪ জুলাই কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অভ্যন্তরীণ বিমান উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। এতে ১৮ জন নিহত এবং একজন আহত হয়।
এর আগে ২০২৩ সালে নেপালের পোখারায় ৭২ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্তের ঘটনায় সব যাত্রীই নিহত হন।
সূত্র: সিনহুয়া
(ঢাকাটাইমস/০৮আগস্ট/এমআর)