আর দলীয় গোলামি নয়, সংস্কার চান রংপুর ডিআইজি
প্রকাশ | ০৮ আগস্ট ২০২৪, ১৯:২৮ | আপডেট: ০৮ আগস্ট ২০২৪, ১৯:৩৮
কোনো সরকারি দলের গোলামি নয়, পুলিশ তার নিজের সংস্কার করবে, সেই সংস্কার করে দেবে রাষ্ট্র– এমনটাই চান রংপুর রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন।
বৃহস্পতিবার দুপুরে রংপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের আট জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিআইজি।
মো. আব্দুল বাতেন বলেন, ‘আমরা নিজেদের মধ্যে সংস্কার চাই। রাষ্ট্র সেই ব্যবস্থা করে দিবে। কেন পুলিশ গোলামি করবে! আমার কাজ আমাকে করতে দেবেন। আমার যে কাজ আমি সেই কাজই করব। আমাকে যেন দায়িত্ব পালন করতে গিয়ে লাঞ্ছিত হতে না হয়।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানকালে রংপুর বিভাগে পুলিশের বিভিন্ন ক্ষয়ক্ষতি তুলে ধরেন ডিআইজি। আট জেলায় ১২২ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ২টি পুলিশ সুপারের কার্যালয়, একটি পুলিশ লাইনস, সাতটি থানা ও ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়। পুলিশের ২৪টি গাড়িসহ অসংখ্য মোটরসাইকেল পোড়ানো হয়। এসব ঘটনায় আট জেলায় কোনো প্রাণহানি ঘটেনি বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।
এসব ঘটনার পর পুলিশ সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে জানিয়ে রংপুর রেঞ্জের ডিআইজি বলেন, ‘আমরা তাদের মনোবল ফিরিয়ে আনার চেষ্টা করছি। প্রতিটি জেলার পুলিশ সুপারেরা সব পর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।’
আব্দুল বাতেন বলেন, ‘আমরা জনগণকে নিরাপত্তা দিতে চাই। স্বাধীনভাবে কাজ করতে চাই। কিন্তু আতঙ্ক যেন আমাদের পিছু ছাড়ছে না। আমরা চাই জনগণ আমাদের পাশে থাকুক। তা হলেই আমরা আবার নাগরিকদের নিরাপত্তা দিতে পারব।’
এদিকে বিকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। আমরা চাই এই অস্থিরতা কাটিয়ে নাগরিক সেবায় নিজেদের নিয়োজিত করতে। এ জন্য নগরবাসীর প্রত্যক্ষ সহযোগিতা প্রয়োজন।’
বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটের নেতাসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন জানিয়ে কমিশনার বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় তারা আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা অফিস সচল রেখেছি। কাজ করছি। কর্মকর্তারা উপস্থিত আছেন।’
(ঢাকাটাইমস/৮আগস্ট/মোআ)