ক্যারিয়ারের শুরুতে বাজেভাবে অপমানিত হতে হয় সালমানকে
প্রকাশ | ০৯ আগস্ট ২০২৪, ০৯:৫৯
বলিউড অন্যতম সেরা মেগাস্টার সালমান খান। বহু বছর ধরে যার সিনেমা মুক্তি পেলেই তা নিমেষে শতকোটির ক্লাবে ঢুকে পড়ে। সে কারণে তাকে বলিউডে বক্স অফিসের কিং বলা হয়। অথচ এই সালমানকেই ক্যারিয়ারের শুরুতে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অপদস্থ হতে হয়েছিল। কারণ অবশ্য তিনি নিজেই।
সালটা ১৯৮৯। ওই বছরের শেষে মুক্তি পাওয়া ‘ম্যায়নে প্যায়ার কিয়া’সিনেমাটির সুবাদে রাতারাতি তারকা হয়ে গিয়েছিলেন সালমান খান। পরের বছর অর্থাৎ, ১৯৯০ সালে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেই সিনেমার জন্য সেরা অভিনেতা বিভাগে মনোনিতও হয়েছিলেন বলিউড ভাইজান।
সালমানের সঙ্গে সে বার সেরা অভিনেতা বিভাগে ‘ঈশ্বর’ সিনেমার জন্য অনিল কাপুর, ‘চাঁদনি’র জন্য ঋষি কাপুর, ‘রাখ’ সিনেমার জন্য আমির খান এবং ‘পারিন্দা’ ছবির জন্য জ্যাকি শ্রফও মনোনয়ন পেয়েছিলেন। সালমানের জন্য অনাকাঙ্ক্ষিত মুহূর্তটি আসে পুরস্কার ঘোষণার দিনে ভরা মজলিশে।
সেদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের নাম ঘোষণা হওয়া মাত্রই আসন ছেড়ে সটান উঠে দাঁড়ান সালমান খান। ভেবেছিলেন সেরা অভিনেতার পুরস্কার নেয়ার জন্য বোধহয় তার নামটিই ডাকা হচ্ছে। তাই তিনি সোজা মঞ্চের দিকে হাঁটতে শুরু করেন। ঠিক তখনই মঞ্চ থেকে ঘোষণা করা হয়, সেরা অভিনেতা বিভাগে পুরস্কার পেয়েছেন জ্যাকি শ্রফ।
এই ঘোষণা শুনেই চমকে দাঁড়িয়ে পড়েন সালমান। নিজের ভুল বুঝতে পারেন। কিন্তু ততক্ষণে লজ্জিত এবং অপমানিত যা হওয়ার হয়ে গেছেন। সে সময় নিজের ভুল শুধরে নিতে ওখানে দাঁড়িয়েই হাততালি দিতে থাকেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই বুঝতে পেরেছিলেন, সালমান ভুল করে উঠে পড়েছেন।
তখন পরিস্থিতি সামাল দেয়ার জন্য সালমান বলেন, তিনি জ্যাকি শ্রফকে শুভেচ্ছা ও অভিবাদন জানানোর জন্য স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছিলেন।
পরবর্তীতে অবশ্য এক সাক্ষাৎকারে সেদিন করার নিজের ভুল এবং পরিস্থিতি সামাল দেয়ার কথা স্বীকার করে নেন সালমান খান। সে বছর সেরা অভিনেতা বিভাগে পুরস্কার না পেলেও ‘সেরা নবাগত অভিনেতা’ বিভাগে পুরস্কার জিতেছিলেন ভাইজান।
তবে কয়েক দশক পেরিয়ে এখন হিসাব অনেকটাই বদলে গেছে। সেদিনের সেই সালমান আজ বলিউড সিনেমার অন্যতম নেপথ্য কারিগর। এমনকি, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিনও নির্ধারিত হয় সালমান কবে সময় দিতে পারবেন তার উপর। খান সাহেবের পারফরম্যান্সও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বড় অংশ।
(ঢাকাটাইমস/০৯আগস্ট/এজে)