বাংলাদেশ নিয়ে ভারত ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১২:২৬ | প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৪, ১২:০৬

গণআন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে ফোনে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বৃহস্পতিবার স্যোশাল মিডিয়া প্লাটফর্ম এক্সে একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন জয়শঙ্কর।

তিনি লিখেছেন, ‘আজ যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী ডেভিড ল্যামির কাছ থেকে ফোন পেয়েছি। বাংলাদেশ ও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।’

তবে আলোচনার বিস্তারিত বিবরণ জানায়নি কোন পক্ষ।

এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার পরিকল্পনা সম্পর্কে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনা কখন ভারত ছাড়বেন সে সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা বর্তমানে নয়াদিল্লিতে একটি সেফ হাউসে আশ্রয় নিয়েছেন। ভারতীয় মিডিয়া জানিয়েছে, তিনি ব্রিটেনে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করছেন। তবে ভারত কিংবা যুক্তরাজ্য কেউই শেখ হাসিনার পরবর্তী গন্তব্য সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করেনি।

এদিকে হাসিনা যুক্তরাজ্যে বা অন্য কোনো দেশে রাজনৈতিক আশ্রয় চাওয়ার খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়ে জয় বলেন, তার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হওয়ার খবরও অসত্য।

সূত্র: এনডিটিভি

(ঢাকাটাইমস/০৯আগস্ট/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

জাতিসংঘের ৭৯তম অধিবেশন: মূল পর্ব শুরু মঙ্গলবার, গুরুত্ব পেতে পারে গাজা-মধ্যপ্রাচ্য ইস্যু

অবশেষে সমাবেশের অনুমতি পেল পিটিআই, শর্ত ৪৩টি

এবার লেবাননের রাজধানীতে ইসরায়েলি বিমান হামলা, শিশুসহ নিহত ১২ 

যুক্তরাষ্ট্রে আদালতের ভেতর বিচারককে গুলি করে হত্যা

গাজায় ইসরায়েলের হামলায় নারী-শিশুসহ নিহত ২৮

দক্ষিণ লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা

পান্নুন হত্যায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের আদালতে তলব

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব

ইসলামী দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব গ্রহণ, বাংলাদেশসহ ৫৩ দেশ কো-স্পন্সর

এই বিভাগের সব খবর

শিরোনাম :