পাকিস্তানে জাতীয় দলের আগে ‘এ’ দলের সফরে রোমাঞ্চিত রাজ্জাক

প্রকাশ | ০৯ আগস্ট ২০২৪, ১৩:৫৮

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

দুটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলতে ৬ আগষ্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। তবে দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় নির্দিষ্ট সময়ে যেতে পারেননি ক্রিকেটাররা। অবশেষে পাকিস্তানের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন  বাংলাদেশ ‘এ’ দল। 'এ' দলের এই সফরে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক আব্দুর রাজ্জাকও। জাতীয় দলের সিরিজের আগে পাকিস্তানে 'এ' দল যাওয়ায় রোমাঞ্চিত তিনি।

দেশ ছাড়ার আগে রাজ্জাক বলেন, 'সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে আমাদের জাতীয় দল খেলতে যাবে, সেখানে আমাদের 'এ' দল আগে যাচ্ছে। যেটা সাধারণত আমরা দেখেছি ভারতীয় দল করে থাকে। যখনই কোনও দেশে জাতীয় দল যায়, তার আগে ওরা 'এ' দল পাঠিয়ে দেয়।'

'যদি এমন কেউ থাকে যে অনুশীলন করে দলে নেয়া যায়... তো আমাদের ক্ষেত্রেও কিছুটা ওরকম। অনেক ছেলের জন্য পাকিস্তানের কন্ডিশন নতুন হবে। যারা আপকামিং ওদের জন্য কন্ডিশনের পরীক্ষা দেয়া আমাদের প্রধান লক্ষ্য।'-যোগ করেন তিনি।

রাজ্জাক জানালেন নতুন চ্যালেঞ্জ বলে কিছু নেই, 'আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ বলে কিছু নেই। প্রতিটি দিনই চ্যালেঞ্জিং। প্রতিটি সিরিজ, প্রতিটি খেলা আমাদের নতুনভাবে শুরু করতে হয়। আমি মনে করি, সবকিছুই চ্যালেঞ্জিং। এখন খুব একটা বাজে অবস্থায় নাই দেশের পরিস্থিতি। একটা অশান্তি ছিল দেখে আমাদের খেলা কিছুটা পিছিয়েছে।'

'সাধারণত রাজনৈতিক কোনও প্রভাব আমাদের ক্রিকেটে পড়ে না। ক্রিকেট ক্রিকেটের গতিতে এগিয়ে যায়। সবগুলো খেলাই আসলে। ওটার সাথে চ্যালেঞ্জের কোনও কথা না। চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ক্রিকেটটাই। যখন আমরা যেখানে খেলতে যাই সেটাই আমাদের জন্য চ্যালেঞ্জিং।'

কয়েকদিন আগেই বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সিরিজের নতুন সূচি প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন সূচি অনুযায়ী ১৩-১৬ আগষ্ট মাঠে গড়াবে প্রথম চারদিনের ম্যাচ। এরপর ১৮ ও ১৯ আগষ্ট অনুশীলন করে ২০-২৩ আগষ্ট দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে তারা।

সাদা পোশাকের সিরিজ শেষে শুরু হবে একদিনের ম্যাচ। ২৬, ২৮ এবং ৩০ আগষ্টে হবে একদিনের সিরিজটি। সবগুলো ম্যাচই হবে ইসলামাবাদে। 

(ঢাকাটাইমস/০৭ আগস্ট/এনবিডব্লিউ)