মানুষের জীবন-জীবিকার উন্নয়নে কাজ করবেন উপদেষ্টা ড. সালেহ উদ্দিন 

প্রকাশ | ০৯ আগস্ট ২০২৪, ১৪:৩৮ | আপডেট: ০৯ আগস্ট ২০২৪, ১৫:৪৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
ফাইল ফটো

মানুষের জীবন-জীবিকার উন্নয়নে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে কাজ করার অঙ্গীকার করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

শুক্রবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টাদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত এই উপদেষ্টা। 

এসময় তিনি সাংবাদিকদের বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা নিশ্চিত করার পর আমরা মানুষের জীবন-জীবিকার উন্নয়নে মনোযোগ দিয়ে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে কাজ করব।”

বৃহস্পতিবার ড. সালেহ উদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। ওই দিন রাতে বঙ্গভবনে শপথ নেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ অর্থ বিভাগ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। শুক্রবার উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।  


(ঢাকাটাইমস/৯আগস্ট/এফএ)