চঞ্চল চৌধুরী বললেন…
প্রকাশ | ০৯ আগস্ট ২০২৪, ১৪:৪৩
কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের অসহযোগ আন্দোলন- কোনো কিছুতেই সমর্থন দেননি অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে আন্দোলনরতদের বুকে পুলিশের গুলি চালানো নিয়ে দুঃখপ্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট তিনি দিয়েছিলেন। এবার সরব হলেন সম্পূর্ণ ব্যক্তিগত একটি বিষয় নিয়ে।
শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চঞ্চল লিখলেন, ‘আমি চঞ্চল চৌধুরী বলছি…। আমার নাম ব্যবহার করে কোনো বিদেশি/দেশি পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয়, তার দায় আমার নয়। কারণ এখন পর্যন্ত আমি কোনো পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিষয়ে কোনো বক্তব্য দেইনি।’
নিজেকে একজন সাধারণ শিল্পী উল্লেখ করে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় নই।’
সবশেষে দেশের শান্তি কামনা করে অভিনেতা লিখেছেন, ‘দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক।’
এর আগে গত ১৭ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালীন শিক্ষার্থীর ওপর গুলি চালানোর ঘটনায় দুঃখপ্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দেন চঞ্চল চৌধুরী।
ওই পোস্টে অভিনেতা লেখেন, ‘পেশাগত কাজে প্রায় বিশ দিন আমেরিকা থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছি। সেখানে বসে এই কয়দিন নিউজগুলো দেখে হতবাক হয়েছি…..হয়েছি শোকাহত!!!!’
তার প্রশ্ন ছিল, ‘সমাধানের অন্য কোনো পথ কি খোলা ছিল না??? গুলি কেন করতে হলো???? বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত না???’
গুলি চালানোর ঘটনা কাঙ্ক্ষিত নয় উল্লেখ করে চঞ্চল লেখেন, ‘বিষয়টা হৃদয় বিদারক, মর্মান্তিক এবং সভ্যতা বর্হিভূত!’
আরও লেখেন, ‘আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিভাবক হিসেবে রাজনীতির এত এত কঠিন কৌশল বুঝি না….!!! শুধু একটা প্রশ্ন বুঝি, তরুণ তাঁজা যে প্রাণগুলো অকালে ঝরে গেল,তার দায় কে নেবে????? যে মায়ের বুক খালি হলো, তাঁর আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে???’
শেষে হতাশা ব্যক্ত করে চঞ্চল লেখেন, ‘হায়রে দুর্ভাগা দেশ!!!!!! নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক!!!’
(ঢাকাটাইমস/০৯আগস্ট/এজে)