সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনের হাতে পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশ | ০৯ আগস্ট ২০২৪, ১৪:৫৭ | আপডেট: ০৯ আগস্ট ২০২৪, ১৭:২৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করেছেন। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন।

শুক্রবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।

তৌহিদ হোসেন ১৯৫৫ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৮১ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। ১৯৯৯ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ২০০০ পর্যন্ত ফরেন সার্ভিস অ্যাকাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ছিলেন।  ২০০৬ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০০৯ সালের ৮ জুলাই পর্যন্ত তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব ছিলেন। পরে ২০০৯ সালের জুলাই থেকে ২০১২ সালের জুলাই পর্যন্ত ফরেন সার্ভিস অ্যাকাডেমির প্রিন্সিপাল ছিলেন। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন।

অবসরের পর দেশি-বিদেশি গণমাধ্যম ও জার্নালে জাতীয়-আন্তর্জাতিক সম্পর্ক, নিরাপত্তা ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে নিয়মিত কলাম-নিবন্ধ লিখছেন। বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নয়নের অভাবের জন্য তিনি ভারতের সদিচ্ছার অভাবকে দায়ী করেন।

(ঢাকাটাইমস/০৯আগস্ট/এলএম/এমআর)