ড. ইউনূসকে অভিনন্দন জানালেন শেহবাজ শরিফ

প্রকাশ | ০৯ আগস্ট ২০২৪, ১৬:১২ | আপডেট: ০৯ আগস্ট ২০২৪, ১৬:২২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একই সঙ্গে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য আশাব্যক্ত করেছেন।

শুক্রবার স্যোশাল মিডিয়া প্লাটফর্ম এক্সে একটি পোস্টে উষ্ণ শুভেচ্ছা ব্যক্ত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।  

পোস্টে তিনি বলেন, ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আন্তরিক অভিনন্দন। আমি বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার জন্য তার অপরিসীম সাফল্য কামনা করছি। আমি আগামী দিনে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সহযোগিতা বাড়াতে তার সাথে সহযোগিতা করতে আগ্রহী।’

এদিকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং নোবেলজীয় অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে নবগঠিত তত্ত্বাবধায়ক সরকারকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ। একইসঙ্গে এই সরকারের আমলে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় শুরুর প্রত্যাশাও করেছেন তিনি।

বৃহস্পতিবার দেশটির একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ‘গত ১৫ বছর ধরে বাংলাদেশে ভারত সমর্থিত সরকার চলছিল। তার অবসান হয়েছে। নোবেলজয়ী ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন যে সরকার গঠিত হয়েছে, তাকে আমরা স্বাগত জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রত্যাশা করছি, নতুন সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অতীতের যাবতীয় তিক্ততা ভুলে নতুন অধ্যায়ে প্রবেশ করবে।’

প্রসঙ্গত, গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা বর্তমানে নয়াদিল্লিতে একটি সেফ হাউসে আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে দেশ পরিচালনার হাল ধরতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে শপথ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সূত্র: এক্সপ্রেস টিবিউন, জিও নিউজ


(ঢাকাটাইমস/০৯আগস্ট/এমআর)