চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দিদের বিদ্রোহ, কারারক্ষীদের গুলি

চট্টগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৪, ১৬:৫২
অ- অ+
ফাইল ছবি।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মুক্তির দাবিতে বিদ্রোহ করেছে বন্দিরা। সময় পরিস্থিতি সামাল দিতে গুলি চালিয়েছে কারারক্ষীরা। ঘটনায় বিক্ষুব্ধ কয়েকজন কারাবন্দি আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শুক্রবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিদ্রোহের ঘটনা ঘটে।

জানতে চাইলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মাসুদুর রহমান ঢাকা টাইমসকে জানান, দেশের বিভিন্ন কারাগারে বিদ্রোহের কথা শুনে এখানকার বন্দিরাও মুক্তির দাবিতে বিদ্রোহ করেছিল। কারারক্ষীরা সেটি সামাল দিয়েছেন। সময় কয়েক রাউন্ড গুলি করা হয়েছে বলে জানান তিনি। কয়েকজন বন্দি আহত হয়েছে বলে জানালেও সঠিক সংখ্যা বলতে পারেননি তিনি।

খবর পেয়ে সেনাবাহিনী বিজিবি সদস্যরাও ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেছে বলে জানান তিনি।

সিনিয়র জেল সুপার মঞ্জুর হোসেন ঢাকা টাইমস জানান, কিছু বিশৃঙ্খল রিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেটি ঠেকাতে কারারক্ষীরা ফাঁকা গুলি করেছেন। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারাগারের অভ্যন্তরে আর বাইরে সেনা বাহিনীর সদস্যরা রয়েছেন।

স্থানীয়রা জানান, জুমার নামাজের পর থেকে কারাগারের ভেতরে ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন তারা। ধারণা করছেন, কারাবন্দিরা মুক্তির দাবিতে ভেতরেবিদ্রোহশুরু করেছেন। কারণে হয়ত গুলি করে তাদের নিবৃত করার চেষ্টা করেছে কারাকর্তৃপক্ষ।

এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা প্রধান গেটসহ কারাগারের সকল গেট নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

এদিকে বিদ্রোহের খবর পেয়ে কারাবন্দিদের স্বজনেরা কারাগারের প্রধান গেটে এসে জড়ো হতে দেখা গেছে।

উল্লেখ্য, দুই হাজার ২৪৯ জন বন্দি ধারণক্ষমতা সম্পন্ন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বর্তমানে হাজার বন্দিকে রাখা হয়েছে।

ঢাকা টাইমস/০৯আগস্ট/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি: সালাহউদ্দিন আহমদ
গোপালগঞ্জ ইস্যুতে গুজবে বিভ্রান্ত না হয়ে সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর
যাত্রাবাড়ীতে ৪৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ
নির্বাচনকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিত: বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা