ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি উন্মোচন করলেন শাহিন আফ্রিদি
ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি উন্মোচন করলেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। রেড ডেভিলদের আমন্ত্রণে ওল্ড ট্রাফোর্ডে গিয়েছেন তিনি। জার্সি পরা আফ্রিদির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে সমর্থকদের প্রশংসায় ভাসছে ইউনাইটেড। প্রথম পাকিস্তানি ও মুসলিম হিসেবে ইংলিশ ক্লাবটির জার্সি উন্মোচন করলেন শাহিন আফ্রিদি।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পর থেকেই ক্রিকেট থেকে দূরে আছেন আফ্রিদি। বর্তমান অবসর সময় কাটাচ্ছেন ইংল্যান্ডে। ম্যানচেস্টার ইউনাইটেডের আমন্ত্রণে গতকাল ওল্ড ট্রাফোর্ডে গিয়ে জার্সি উন্মোচন করেছেন আফ্রিদি।
আফ্রিদিকেও দেওয়া হয়েছে ক্লাবটির ১০ নম্বর স্মারক জার্সি। ২৪ বছর বয়সী এই পেসার সেই জার্সি পরে ওল্ড ট্রাফোর্ডের ড্রেসিংরুম, গ্যালারি ঘুরে দেখেছেন। নেমেছেন মাঠেও। ক্লাবটির এই ১০ নম্বর জার্সি পরে খেলেছেন ডেভিড বেকহাম, রুড ফন নিস্টলরয়, ওয়েন রুনিদের মতো ফুটবলাররা।
সামাজিক যোগাযোগমাধ্যমে আফ্রিদির ছবি আপলোড করে ম্যানচেস্টার ইউনাইটেড লিখেছে, ‘ঈগল অবতরণ করেছে। শাহিন শাহ আফ্রিদি, স্বপ্নের রঙ্গশালায় আপনাকে দেখে খুব ভালো লাগছে। যেকোনো সময় এখানে আপনাকে স্বাগত জানানো হবে।’
(ঢাকাটাইমস/০৯ আগস্ট/এনবিডব্লিউ)