রাষ্ট্র সংস্কারে যেসব উদ্যোগ নিলেন উল্লাপাড়ার শিক্ষার্থীরা
প্রকাশ | ০৯ আগস্ট ২০২৪, ১৮:৩৪
রাষ্ট্র সংস্কারে সারাদেশের মতো উল্লাপাড়ার শিক্ষার্থীরাও নানা উদ্যোগ গ্রহণ করেছেন। আন্দোলন সংগ্রাম করে বিজয়ের পর থেকে শুরু করেছেন নানা কর্মকাণ্ড। ট্র্যাফিক ব্যবস্থাপনা ও পরিষ্কার পরিচ্ছন্নতার পর এবার তারা বাজারের দিকে নজর দিয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজার মনিটরিংয়ে নেমেছে উল্লাপাড়ার বিভিন্ন স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। উল্লাপাড়া পৌরশহরের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করছেন তারা।
শুক্রবার সকাল থেকে পৌরসভার কাঁচাবাজার, মাছ বাজার, মাংস বাজার ও ফল দোকানগুলো মনিটরিং করেন তারা।
এ সময় পণ্যের গুণগত মান যাচাই এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কি না সেটি তদারকি করতে দেখা গেছে তাদের। এ ছাড়া প্রতিটি দোকানে মূল্যতালিকা আছে কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে। যেসব দোকানে ত্রুটি দেখা যাচ্ছে সেসব দোকানিকে সতর্ক করছেন তারা।
বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, আপনারা কাউকে চাঁদা দিবেন না এবং নিজেরাও ব্যবসার নামে চাঁদাবাজি করবেন না। নিজেদের ইচ্ছামতো দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলার আহ্বান জানান তারা।
শিক্ষার্থীরা বলেন, আমরা আন্দোলন সংগ্রাম করে বিজয় অর্জন করেছি। আমাদের এ বিজয় রক্ষা করতে হবে। আমরা রাস্তায় নেমেছি রাত জেগে শহর পাহারা দিচ্ছি। ইতোমধ্যে আমরা উল্লাপাড়া থানায় পাহারা বসিয়েছি, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আমরা টহল দিচ্ছি, যেন চোর ডাকাত এই সুযোগ কাজে লাগাতে না পারে। এছাড়া সব রকমের নাশকতা রুখতে শিক্ষার্থীরা প্রস্তুত আছে। ট্র্যাফিক নিয়ন্ত্রণ, পরিষ্কার পরিচ্ছন্নতা বাজার নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করেছি।
শিক্ষার্থীরা আরও বলেন, কোটা সংস্কার আন্দোলন এখন রাষ্ট্র সংস্কার আন্দোলনে রূপ নিয়েছে। আমরা এই রাষ্ট্রের সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের সকল কার্যক্রম চালিয়ে যাব। বিশ্বের বুকে বাংলাদেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দেব।
শিক্ষার্থীদের এসব কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
বাজারে আসা বেশ কয়েকজন ক্রেতা জানান, শিক্ষার্থীদের এই উদ্যোগটা খুবই ভালো লেগেছে। প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে ব্যবসায়ীরা অসদুপায় অবলম্বন করতে চাইত, কিন্তু শিক্ষার্থীদের মনিটরিংয়ের ফলে চাইলেও তারা সেটা করতে পারছেন না। শিক্ষার্থীদের অনেক ধন্যবাদ।
উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের সহযোগী অধ্যাপক শামীম হাসান বলেন, দেশের অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আমাদের শিক্ষার্থীরা বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করছেন। রাস্তায় রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ট্র্যাফিকের কাজ করছেন কোমলমতি শিক্ষার্থীরা। এছাড়া বাজার মনিটরিংয়েও তারা কাজ করছেন। তাদের কাজকে অনুপ্রেরণা দেওয়া উচিত সবার।
(ঢাকাটাইমস/০৯আগস্ট/পিএস)