লুট হওয়া অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী
সাম্প্রতিক সহিংসতা দেশের বিভিন্ন থানা ও কারাগার থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। এসব অস্ত্রের বিষয়ে কারো কাছে তথ্য থাকলে তা সেনাবাহিনীকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।
শুক্রবার রাতে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অস্ত্র গোলাবারুদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন থানা ও কারাগার হতে অস্ত্র ও গোলাবারুদ লুটপাটের কিছু ঘটনা ঘটেছে। এক্ষেত্রে কারো কাছে রক্ষিত এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ অথবা এ সংক্রান্ত কোন তথ্য থাকলে অতি দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্পে জমা অথবা যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
এর আগে আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানয়, রাজধানী ঢাকার ২৯টি থানাসহ দেশজুড়ে ৪১৭টি থানায় এরইমধ্যে সেনা মোতায়ন করা হয়েছে যা পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার অভিযানকে ত্বরান্বিত করবে।
(ঢাকাটাইমস/৯আগস্ট/এলএম/এসআইএস)