মুম্বাই বিস্ফোরণে নাম, সঞ্জয় দত্তের যুক্তরাজ্যের ভিসা বাতিল
প্রকাশ | ১০ আগস্ট ২০২৪, ১৮:৫২

‘সান অব সর্দার ২’সিনেমায় অভিনয় করার কথা ছিল বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের। যুক্তরাজ্যে হচ্ছে সেটির শুটিং। তবে সিনেমাটি থেকে বাদ পড়েছেন সঞ্জয়। কারণ, তার যুক্তরাজ্যের ভিসা বাতিল করেছে দেশটির সরকার। ফলে ‘সান অব সর্দা ২’-এর অংশ হতে পারলেন না তিনি।
এ ঘটনায় সংবাদমাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন সঞ্জয় দত্ত। কেন তাকে প্রথমে ভিসা দেওয়া হলো এবং এখন কেন তা বাতিল করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
সঞ্জয় বলেন, ‘ব্রিটিশ সরকার সঠিক কাজ করেনি। তারা আমাকে প্রাথমিকভাবে ভিসা দিয়েছিল। যুক্তরাজ্যে সব পেমেন্ট হয়ে গিয়েছিল। সবকিছুই প্রস্তুত ছিল। তাহলে এক মাস পর কেন ভিসা বাতিল করলো?’
অভিনেতা বলেন, ‘আমি যুক্তরাজ্য সরকারকে সমস্ত কাগজপত্র এবং প্রয়োজনীয় সমস্ত কিছু দিয়েছি। আপনি কেন আমাকে ভিসা দিলেন প্রথমে? তাহলে তো শুরুতেই আমাকে ভিসা দেওয়া উচিত হয়নি। আইনগুলো বুঝতে আপনার এক মাস লাগল কী করে?’
১৯৯৩ সালে গ্রেপ্তার হওয়ার পর থেকে সঞ্জয় মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন। তবে একাধিকবার যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করলেও কখনো তা পাননি। ‘সান অব সর্দার ২’-এর শুটিংই তার প্রথম যুক্তরাজ্য সফর হতে পারতো। কিন্তু সেটিও বাতিল করল দেশটির সরকার।
১৯৯৩ সালে এপ্রিলে ভারতের মুম্বাই বিস্ফোরণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে টাডা আইনে গ্রেপ্তার হন সঞ্জয় দত্ত।
টাডা এবং অস্ত্র আইনে দোষী সাব্যস্ত হওয়ার পর ২০১৩ সালের মার্চ মাসে পাঁচ বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন নার্গিস ও সুনীল দত্ত পুত্র। পেরোলে মাঝেমধ্যে বাইরে আসতেন অভিনেতা, শেষমেশ ২০১৬ সালে সাজার মেয়াদ পূর্ণ করেন তিনি।
(ঢাকাটাইমস/১০আগস্ট/এজে)