বিগত সরকারে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবি
প্রকাশ | ১০ আগস্ট ২০২৪, ২০:০৫
বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে যেসব পুলিশ সদস্য চাকরিচ্যুত হয়েছেন— চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা। চাকরিতে পুনর্বহাল এবং পোশাক ফেরত না পেলে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা।
শনিবার দুপুরে রাজধানীর ফুলবাড়িয়ায় পুলিশ সদর দপ্তরের সামনে বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচুত্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে এক মানববন্ধনে এসব দাবি জানান তারা।
এ সময় বিগত সরকারের আমলে চাকুরিচুত্য পুলিশ সদস্যদের সমন্বয়ক চাকরিচ্যুত হওয়া সাবেক সহকারী উপপরিদর্শক তৌহিদ বলেন, ‘বিগত সরকারের আমলে নানাভাবে হয়রানি করে চাকরিচ্যুত করা হয়েছে আমাদের। কেউ ফেসবুকে কোনো পোস্ট দেওয়ার কারণে চাকরিচ্যুত হয়েছেন। কেউবা আবার কোনো পোস্টে কমেন্ট করে চাকরিচ্যুত হয়েছেন। কারণ ছাড়াও বিভিন্নজনকে চাকরিচ্যুত করা হয়েছে। অনেক সদস্যের নামে মাদক সেবনের অভিযোগ তুলে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। আমরা এই বৈষম্যের বিলোপ চাই। আমরা চাই জনগণের পুলিশ হয়ে কাজ করতে। আমরা জনগণের পুলিশ হয়ে কাজ করছিলাম বলেই আমাদের চাকরিচ্যুত করা হয়েছে।’
সাবেক এই উপপরিদর্শক আরও বলেন, ‘আমরা বৈষম্য চাই না। আমরা চাই আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা আমাদের পোশাক ফেরত চাই, ফিরতে চাই জনগনের সেবায়। তা না হলে আমরা কঠোর আন্দোলনে নামব। হয় আমাদের পোশাক ফিরিয়ে দিতে হবে, না হলে বিষ কিনে দিতে হবে।’
এদিকে বেলা ১টার পর মানববন্ধন কর্মসূচি শুরু হলে তাদের ডাকা হয় সদর দপ্তরে। এরপর আন্দোলনরত ব্যক্তিদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল পুলিশ হেডকোয়ার্টারে প্রবেশ করেন। এ সময় মানববন্ধন সাময়িক স্থগিত করা হয় এবং সুবার্তা পেলে মানববন্ধন স্থগিত করা হবে বলে জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি দিয়ে মানববন্ধন চলবে বলেও জানান তারা।
পুলিশ সদস্যদের ঊর্ধ্বতন কর্মকর্তারদের সঙ্গে আলোচনা শেষে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সমন্বয়ক তৌহিদ বলেন, ‘আমরা ভেতরে গিয়েছিলাম। আইজিপি স্যার না থাকায় আমাদের সঙ্গে দেখা হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমাদের দেখা ও কথা হয়েছে। তারা আমাদের আশ্বস্ত করেছেন। বলেছেন, আমরা যারা লিগ্যাল ওয়েতে আছি ও বিগত সরকারের সময়ে চাকরিচ্যুত হয়েছি; আমাদের সব দাবি মেনে নেবেন। আমাদের দাবি উপস্থাপন করতে বলেছেন। আগামীকাল আমাদের সব ধরনের কাগজপত্র নিয়ে আসতে বলেছেন। আমরা কালকে স্মারকলিপি দেবো এবং চাকরি হারানো সদস্যদের তালিকা জমা দেব।’
দাবি না মেনে নিলে আপনারা কী করবেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্যাররা যদি আমাদের আশ্বাস দেন এবং যৌক্তিক দাবি মেনে নেন; তাহলে আমরা আর কোনো আন্দোলনে যাব না। দাবি না মানলে কঠিনতম কর্মসূচি ঘোষণা করব আমরা।’
(ঢাকাটাইমস/১০আগস্ট/জেআর/এসআইএস)