সর্বকনিষ্ঠ ‘ট্র্যাফিক পুলিশ’ চালকদের নির্দেশনা দিচ্ছে নিয়ম মেনে চলার
প্রকাশ | ১১ আগস্ট ২০২৪, ০০:৩৩ | আপডেট: ১১ আগস্ট ২০২৪, ০০:৩৮
রাজধানীর রাস্তায় দেখা মিলল ট্র্যাফিক পুলিশের দায়িত্ব পালন করা সর্বকনিষ্ঠ এক স্বেচ্ছাসেবীর। যে ঠিকমতো নিজের নাম পরিচয়ও বলতে পারেনি। পরিচয় জিজ্ঞাসা করায় বিরক্তি প্রকাশ না করলেও উপেক্ষা করেছে প্রশ্ন। তার সকল ব্যস্ততা রাস্তায় গাড়ি সামলানো নিয়ে। অনবরত বাঁশি বাজাচ্ছে আর রাস্তায় চলাচল করা গাড়িগুলোকে নিয়ম মেনে চলার নির্দেশ দিচ্ছে। বারবার জিজ্ঞাসা করলেও সে তার নাম পরিচয় জানাতে আগ্রহ দেখায়নি।
শনিবার দুপুর ১টার দিকে রাজধানীর বাসাবোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য কর্মীদের সঙ্গে যানজট নিরসনে কাজ করছিল সে।
এসময় রাস্তার উভয় পাশে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে উৎসাহ দিচ্ছেন। চালকদের কেউ কেউ হাত নেড়ে তাকে অভিবাদন জানাচ্ছেন।
আশপাশে খোঁজ নিয়েও তার কোনো অভিভাবকের দেখা পাওয়া যায়নি।
শিশুটি গলায় কার্ড ঝুলিয়ে হলুদ রঙের ফিতায় বাঁধা বাঁশি বাজিয়ে দায়িত্ববানের মতো এবং উৎসাহ নিয়ে যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। অন্য কোনো দিকে তার ভ্রূক্ষেপ নেই।
বাচ্চা মানুষ হওয়ায় তার নির্দেশ কেউ মানছে কেউবা মানছে না। তবে অনেকে ফুটপাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কর্মকাণ্ড উপভোগ করছেন।
(ঢাকাটাইমস/১০আগস্ট/পিএস)