ত্বকের জেল্লা বাড়াতে যে প্রাকৃতিক উপাদান ব্যবহার করেন কৃতি শ্যানন

প্রকাশ | ১১ আগস্ট ২০২৪, ০৮:১৬

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস

বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। গ্লামারাস জগতে কাজ করতে গিয়ে তাকেও সবসময় সেভাবেই থাকতে হয়। তবে ত্বকের সৌন্দর্য ধরে রাখতে তিনি খুব দামী কিছু ব্যবহার করেন না। কৃতির এই রূপের পেছনে কোনো বিশেষ ক্রিমের কেরামতি নেই।

রূপচর্চার ব্যাপারে একেবারেই প্রাকৃতিক জিনিসের উপর নির্ভর করেন বলিউডের এই লম্বাদেহী অভিনেত্রী। এ ব্যাপারে অবশ্য কৃতি বিশেষ এক প্যাকই নিয়মিত ব্যবহার করে থাকেন। খুব সহজ এক ফেস প্যাক।

যারা কৃতির মতো ত্বকের যত্ন নিতে চান। তাদের জন্য তিনি দিয়েছেন বিউটি টিপস-

চার চামচ বেসনের সঙ্গে মুগডাল বাটা মিশিয়ে নিন। তারপর এর মধ্যে এক কাপ দই, অল্প পরিমাণ হলুদ মিশিয়ে নিন। আলতো করে মুখে মাখুন। আধঘণ্টা রেখে শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এটি নিয়মিত ব্যবহার করলে এক সপ্তাহের মধ্যেই ত্বক হয়ে উঠবে ঝকঝকে।

রোদে পড়া ত্বকে জেল্লা ফেরাতে এই প্যাক দারুণ কাজ করে। শুধু বেসনের সঙ্গে টক দই মিশিয়ে প্যাক বানিয়ে সেটা ব্যবহার করতে পারেন। ত্বক ঝকঝকে করতে এটি দারুণ কাজ করে।

কৃতি জানান, নিমপাতা সিদ্ধ পানিতে প্রতিদিন মুখ ধুলে ত্বকে জেল্লা ফিরে আসে। যারা শুকনো ত্বকের সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই এটি করতে পারেন। দারুণ ফল পাবেন। ত্বককে সব সময় সতেজ রাখতে বাইরে থেকে ঘরে ফিরে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন শশার রস। কিংবা আলু থেঁতো করে সেই রসও মুখে কিছুক্ষণ লাগিয়ে রাখতে পারেন।

কৃতি আরও জানান, তিনি দিনে অন্তত ৮ গ্লাস পানি পান করেন। ত্বক ভালো রাখতে বেশি রাত না জাগার পরামর্শও দিয়েছেন এই অভিনেত্রী। তার মতে, প্রতিদিন অন্তত ৬ ঘণ্টা নিশ্চিন্তে ঘুম দেওয়া খুবই জরুরি। নইলে স্বাস্থ্যের বারোটা বেজে যায় সবদিক থেকেই।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এজে)