সোমবার কূটনীতিকদের পরিস্থিতি জানাবেন পররাষ্ট্র উপদেষ্টা, সাংবাদিকদের ব্রিফ করবেন আজ

প্রকাশ | ১১ আগস্ট ২০২৪, ১১:৩৭ | আপডেট: ১২ আগস্ট ২০২৪, ০৯:৫৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

দেশে পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের ১৪ সদস্য শপথ নেন। শনিবার প্রথম অফিস করেন উপদেষ্টারা। 

নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনা সরকারের পতনপরবর্তী পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বি‌ভিন্ন দে‌শের রাষ্ট্রদূত/হাইক‌মিশনার এবং জা‌তিসংঘ ও বি‌ভিন্ন সংস্থার প্রধান‌দের সোমবার ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক‌টি সূত্র জানিয়েছে, ভবিষ্যৎ প‌রিকল্পনা ও কর্মপন্থা নিয়ে আলোচনা করতে রবিবার মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের নি‌য়ে বসবেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিন বিকালে তি‌নি সাংবা‌দিকদের ব্রিফ করবেন।

এরপর সোমবার উপদেষ্টা তৌ‌হিদ হোসেন ঢাকায় নিযুক্ত বি‌ভিন্ন দেশের রাষ্ট্রদূত/হাইক‌মিশনারসহ জা‌তিসংঘ এবং বি‌ভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফ করবেন। 


ছাত্র-জনতার নজিরবিহীন আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে  অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এতে পররাষ্ট্র উপদেষ্টা করা হয় সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেনকে। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে তারা শপথ নেন।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এফএ)