শপথ নিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

প্রকাশ | ১১ আগস্ট ২০২৪, ১২:৫৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

শপথ নিলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

রবিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথগ্রহণ করান।

এর আগে শনিবার দেশের ২৫তম প্রধান বিচারপতি নিযুক্ত হন হাইকোর্টের এই বিচারপতি। ওইদিন রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেন।

এর আগে শনিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন। পরে আপিল বিভাগের ৫ বিচারপতি পদত্যাগ করেন। এর মধ্যে দিয়ে দেশে এক দিনেই আপিল বিভাগের ৬ বিচারপতির পদত্যাগের ঘটনা ঘটল।

পদত্যাগ করা প্রধান বিচারপতি ছাড়া অন্য পাঁচ বিচারপতি হলেন- এম ইনায়েতুর রহিম, মো. আবু জাফর সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন, মো. শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন।

এরপর বিচারপতি আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের দেওয়া হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি করার জন্য আলটিমেটাম দেয়। পরে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

সৈয়দ রেফাত আহমেদ ২০০৩ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০৫ সালে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ লাভ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে ডিগ্রি অর্জন করেন সৈয়দ রেফাত আহমেদ। দেশের বাইরেও পড়াশোনা করেছেন তিনি। সৈয়দ রেফাত আহমেদ ২০০২ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তার আগে ১৯৮৪ সালে জজ আদালতের আইনজীবী হিসেবে এবং ১৯৮৬ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছিলেন তিনি।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত ইশতিয়াক আহমেদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। আর মা প্রয়াত জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ।

তিনি বাংলাদেশের তৃতীয় অ্যাটর্নি জেনারেল এবং সাবেক দুটি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা খ্যাতনামা আইনবিদ প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের পুত্র।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এফএ)