নতুন কারা মহাপরিদর্শক মোতাহের হোসেন

প্রকাশ | ১১ আগস্ট ২০২৪, ১৬:৩০ | আপডেট: ১১ আগস্ট ২০২৪, ১৬:৫৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

নতুন কারা মহাপরিদর্শক হলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান—বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। তিনি ব্রিগেডিয়ার জেনারেল এ. এস. এম আনিসুল হকের স্থলাভিষক্ত হবেন।

সামরিক সচিব মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

গত ৮ আগস্ট জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সেনাবাহিনী প্রধান নিন্মলিখিত অফিসারগণকে পার্শ্বে বর্ণিত নিযুক্তিতে বদলি আদেশক্রমে প্রীত হইয়াছেন।

তাদের মধ্যে-ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন সেনাবাহিনীতে প্রত্যাবর্তনপূর্বক কারা মহাপরিদর্শক হিসেবে পুনরায় প্রেষণে যোগদান করবেন।

অন্যদিকে বর্তমান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ. এস. এম আনিসুল হককে সেনাসদরের এমএন্ডকিউ পরিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, এনডিসি, পিএসসি ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপির ২১তম মহাপরিচালক হিসেবে  দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ১৯৯৪ সালের ১৯ ডিসেম্বর ৩১ তম বিএমএ লং কোর্সে বংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কোর এ কমিশন লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর একজন চৌকস কর্মকর্তা হিসেবে তিনি অসামান্য পেশাদারিত্ব ও দক্ষতার সাথে বিভিন্ন কমান্ড, স্টাফ ও ইন্সট্রাকশনাল এপয়েন্টমেন্টে দায়িত্ব পালন করেন। তিনি বংলাদেশ মিলিটারি একাডেমি(বিএমএ), বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশনস ট্রেনিং (বিপসট) এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সেও (এসএসএফ) সাথে দায়িত্ব পালন করেন।

ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের শান্তিরক্ষা কার্যক্রমে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে UNMISS এ বাংলাদেশ ব্যাটেলিয়ানকেও নেতৃত্ব প্রদান করেন। এছাড়া  UNAMMSIL এ  জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক এবং UNMIL এ ফোর্স হেড কোয়ার্টার্স অপারেশনাল স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেন।

মেধাবী এই সামরিক অফিসার বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে প্রথম শ্রেণিতে বিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনে MIST হতে MBA এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে  ২০০৯ এবং ২০২৩ সালে যথাক্রমে মাস্টার্স ইন মিলিটারি সায়েন্স (MMSc) এবং মাস্টার্স ইন সোশাল সায়েন্স (MSS) ডিগ্রি লাভ করেন।

ঢাকাটাইমস/১১আগস্ট/এলএম/ইএস