শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি প্রসঙ্গে যা বললেন সারজিস আলম

প্রকাশ | ১১ আগস্ট ২০২৪, ১৭:২৩

​​​​​​​ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম তার ফেসবুক টাইমলাইনেশিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতিপ্রসঙ্গে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নয়, নিয়মিত 'ছাত্র সংসদ' নির্বাচনের মাধ্যমে ছাত্র প্রতিনিধি চাই।

 

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিয়ে শিক্ষার্থীদের আলোচনা-সমালোচনার মধ্যেই রবিবার সারজিস আলম তার ফেসবুক পোস্টে এমনটি জানিয়েছেন।

 

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল। ইতোমধ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এসকে/কেএম)