সৈকতের ‘উন্মুক্ত লাইব্রেরি’ এখন ‘শহীদ আবু সাঈদ চত্বর’
প্রকাশ | ১১ আগস্ট ২০২৪, ১৮:০৭ | আপডেট: ১১ আগস্ট ২০২৪, ১৮:৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেটের ‘উন্মুক্ত লাইব্রেরি’ কে ‘শহীদ আবু সাঈদ চত্বর’ ঘোষণা করা হয়েছে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এ নামকরণ করেন। চত্বর সংলগ্ন গাছটিতে নতুন নামফলকও দেখা গেছে।
এ বিষয়ে বাংলা বিভাগের মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ছাত্রলীগনেতা তানভীর হাসান সৈকত উন্মুক্ত লাইব্রেরিকে মাদক সেবন, চাঁদাবাজি এবং শিক্ষার্থী নির্যাতনের কেন্দ্র বানিয়েছিল। সেটির নাম পরিবর্তন করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আবু সাঈদ চত্বর হিসেবে নামকরণ করছি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে এ জায়গাটিকে দলমত নির্বিশেষে সবার জন্য গ্রহণযোগ্য একটি জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এ স্থানটিতে জুলাই বিপ্লবে নিহত হওয়া শহীদদের স্মৃতি সংগ্রহশালা হবে বলে জানান মোসাদ্দিক।
উল্লেখ্য, ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান ফটকে উন্মুক্ত লাইব্রেরি প্রতিষ্ঠা করেন তানভীর হাসান সৈকত।
(ঢাকাটাইমস/১১আগস্ট/এসকে/ইএস)