বিটিআরসিতে বিক্ষোভ, চেয়ারম্যানের পদত্যাগ দাবি
প্রকাশ | ১১ আগস্ট ২০২৪, ১৮:৩০
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ ‘সিন্ডিকেট’ এ জড়িতদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন কর্মকর্তা-কর্মচারী।
রবিবার সকাল থেকেই বিটিআরসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা এ বিক্ষোভ করেন।
বিক্ষোভাকারীরা এক পর্যায়ে বিটিআরসির চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান আমিনুল হকের কার্যালয়ে যান। তবে তারা দুইজন কার্যালয়ে ছিলেন না।
এছাড়াও বিটিআরসির চেয়ারম্যানের একান্ত সচিব আমজাদ হোসেন এবং ইঞ্জিনিয়ারিং ও অপারেশন্স বিভাগের উপ-পরিচালক মাহদী আহমদের বিচার ও পদত্যাগ দাবি করছে বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীরা বলছেন, এই দুজনের কাছে তারা বিভিন্ন সময়ে হেনস্তার শিকার হয়েছেন।
(ঢাকাটাইমস/১১আগস্ট/এএইচ/ইএস)