গজারিয়ায় জনতার হাতে ডাকাত দলের দুই সদস্য আটক
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা।
শনিবার রাত দুইটার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউসিয়া আকিজ ইস্পাত শিল্প কারখানা সংলগ্ন এলাকায় কালো রঙের একটি মাইক্রোবাসে ডাকাতির চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-শাহীন (৩৫) ও রানা (৪০)। তারা দুইজনই উপজেলার দুই এলাকায় জনতার হাতে বন্দী রয়েছে। আটককৃত ডাকাত শাহীন জানায়, সে গাজীপুরের একটি এতিমখানায় বড় হয়েছে। দুই মাস আগ থেকে মহাসড়ক সংলগ্ন বাউসিয়ায় মোহাম্মদ জসিম উদ্দিনের হোটেলে অবস্থান করছে।
ডাকাতিকালে হাসান, ইসমাইল, ইমন, তুষার, সোহান ও রানাসহ তার সাথে আরও ৮ জন ছিল বলে জানিয়েছে সে। ডাকাত শাহীনকে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা মহাসড়ক সংলগ্ন মতলব সিএনজি পাম্প এলাকায় একটি গাছের সঙ্গে বেঁধে রেখেছে। অপর ডাকাত সদস্য রানাকে ভবেরচর ইউনিয়নের আলিপুরা গ্রামে হাফিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজের কক্ষে আটক রেখা হয়েছে।
ডাকাতি করা মাইক্রোবাসের চালক মনসুর আলী জানান কুমিল্লার শাসনগাছা থেকে ৬ জন যাত্রী নিয়ে ঢাকা ফার্মগেট যাচ্ছিলেন তিনি। রাত দুইটার সময় গজারিয়ার বাউসিয়া এলাকায় ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল গাড়ির গতিরোধ করে। গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে একজন ডাকাত আমাকে কোপ দেওয়ার চেষ্টা করে। গাড়িতে থাকা ৬ জন যাত্রীর মধ্যে দুইজন পুরুষ ও চারজন মহিলা ছিল। অপর ডাকাত সদস্যরা যাত্রীদের সঙ্গে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ডাকাতদের আটক চেষ্টার সময় ঢাকা মুখি অপর একটি মাইক্রোবাসে থাকা শিক্ষার্থীরা আমাদের সঙ্গে যোগ দেয়। তাদের সহযোগিতায় ডাকাত শাহীনকে আটক করতে সক্ষম হই। শুনেছি তাদের আরেকজনকে সেনাবাহিনী উপজেলার অন্য এক জায়গায় আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক রানা উপজেলার গোয়াগাছিয়া ইউনিয়নের নতুন চাষি গ্রামের আক্তার হোসেনের ছেলে। হাসানের বাড়িও একই গ্রামে।
(ঢাকাটাইমস/১১আগস্ট/পিএস)