সোমবার থেকে শুরু ট্রেন চলাচল, বৃহস্পতিবার আন্তঃনগর
প্রকাশ | ১১ আগস্ট ২০২৪, ১৮:৩৯ | আপডেট: ১১ আগস্ট ২০২৪, ১৯:৩৮
দেশব্যাপী সাম্প্রতিক সহিংসতাকে কেন্দ্র করে বন্ধ থাকার পর সোমবার থেকে মালবাহী ট্রেন চলাচলের মধ্য দিয়ে শুরু হচ্ছে রেল পরিষেবা। তবে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে আগামী ১৫ আগস্ট ।
রবিবার বিকালে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান এক ক্ষুদে বার্তায় বিষয়টি জানিয়েছেন।
ক্ষুদে বার্তায় বলা হয়, আগামীকাল ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন এবং ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে। আন্তঃনগর ট্রেনের টিকিট আগামীকাল বিকেল ৫টা থেকে ক্রয় করা যাবে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন ঘিরে সহিংসতা এড়াতে গত ১৯ জুলাই থেকে সারাদেশে যাত্রীবাহী, মালবাহী সকল ট্রেন চলাচল বন্ধ হয়। ১৩ দিন পর ১ আগস্ট সীমিত পরিসরে কমিউটার ট্রেন চালু করা হলেও শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন শুরু হলে আবার বন্ধ করে দেওয়া হয়। যা এখনো বন্ধ রয়েছে।
(ঢাকাটাইমস/১১আগস্ট/এলএম/এমআর)