চট্টগ্রামে সড়কে ভেঙে পড়ল শতবর্ষী গাছ
প্রকাশ | ১১ আগস্ট ২০২৪, ১৯:২৭ | আপডেট: ১১ আগস্ট ২০২৪, ১৯:৩৪
চট্টগ্রামের খুলশী থানাধীন আমবাগান এলাকায় একটি শতবর্ষী গাছ ভেঙে পড়েছে। গাছটি সিএনজিচালিত অটোরিকশার ওপর আছড়ে পড়লেও যাত্রী না থাকায় কেউ হতাহত হয়নি।
রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন অপারেটর বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
স্থানীয় এক দোকানি জানিয়েছেন, শনিবার রাত থেকেই চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হয়েছে। আজও বৃষ্টি হচ্ছে। এদিন দুপুরে বড় গাছটি হঠাৎ করে সড়কের ওপর পড়ে। গাছের নিচেই একটি সিএনজি অটোরিকশা ছিল। তবে সেটিতে কোনো যাত্রী ছিল না, তাই কোনো হতাহত হয়নি। এতে সড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।
ফায়ার সার্ভিস জানায়, খুলশীর আমবাগান এলাকায় একটি বড় গাছ উপড়ে পড়ার খবর পেয়ে সেখানে একটি টিম পাঠানো হয়। তারা গাছটি সরিয়ে সড়ক যান চলাচলের উপযোগী করে তোলে।
(ঢাকা টাইমস/১১আগস্ট/এসএ)