ফরিদগঞ্জ উপজেলা জামায়াত আমিরের সদস্য পদ বাতিল

প্রকাশ | ১১ আগস্ট ২০২৪, ১৯:৩৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা জামায়াত ইসলামির আমির মো. ইউনুছের সদস্য পদ বাতিল করা হয়েছে।

সংগঠনের সিদ্ধান্তের বাহিরে গিয়ে শৃঙ্খলাবিরোধী বক্তব্য দেওয়ায় তার সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করা হয়েছে বলে এক বিবৃতিতে জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রবিবার প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন, মো. ইউনুছ গত ৭ আগস্ট ইউনিয়ন জামায়াতের এক সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিষয়ে সংগঠনের সিদ্ধান্তের বাহিরে গিয়ে শৃঙ্খলাবিরোধী বক্তব্য দেয়ায় তাঁর সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করা হলো।

(ঢাকাটাইমস/১১আগস্ট/জেবি/ইএস)