দূষণ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করা হবে: রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১১ আগস্ট ২০২৪, ২০:১১

পরিবেশ মন্ত্রণালয়কে অধিকতর জনবান্ধব মন্ত্রণালয়ে পরিণত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, বিভিন্ন প্রকার দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা হবে।

রবিবার বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ম্যান্ডেটেড কর্মকাণ্ড চলমান রেখে বর্তমান জনপ্রত্যাশার আলোকে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার রোধ, বায়ুদূষণ নিয়ন্ত্রণ, গাড়ির হর্নজনিত শব্দদূষণ বন্ধ, নদীদূষণ রোধে উদ্যোগ গ্রহণ, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উন্নয়ন, পাহাড় রক্ষা, বন সংরক্ষণ, জলাশয় ভরাট রোধ, উচ্চ আদালতের আদেশ বাস্তবায়ন ইত্যাদি কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।’

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘পরিবেশ সংশ্লিষ্ট সকল অংশীজনের মন্ত্রণালয়ের কাজে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে আন্তর্জাতিক ও জাতীয় সংস্থা, সংগঠন, নাগরিক সমাজ, গণমাধ্যম, প্রাইভেট সেক্টর, শিক্ষাবিদ, পেশাজীবীসহ অন্যান্যদের সঙ্গে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে ধারাবাহিকভাবে মতবিনিময় করা হবে।’

তিনি বলেন, ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও অধীন দপ্তরগুলোর অভিযোগ নিষ্পত্তি কার্যক্রম গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে নিয়মিত জাতীয় পরিবেশ কমিটির সভা আহ্বান করা হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে মন্ত্রণালয় ও অধিদফতরের সিদ্ধান্ত নিয়মিত ওয়েবসাইটে হালনাগাদ করা হবে।’

তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে শিক্ষার্থী প্রতিনিধিদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হবে। মন্ত্রণালয় ও অধীন দফতরগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের কাজে গতিশীলতা বাড়াতে মোটিভেশনাল কার্যক্রম নেওয়া হবে।

সভায় মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এলএম/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

গণঅভ্যুত্থানে শহীদদের সম্মানে স্মরণসভা ১৪ সেপ্টেম্বর: নাহিদ ইসলাম

পুলিশ সংস্কারে শিগগির কমিটি গঠন: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতির পিতার পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল

সীমান্ত হত্যা ভারতের সঙ্গে সম্পর্কের অন্তরায়: পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকা এসেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী

জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার হবে: চিফ প্রসিকিউটর

শিল্পকলা একাডেমির নতুন ডিজি সৈয়দ জামিল আহমেদ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে আন্দোলনের ২১ দিনে নিহত ৬৩১ জন, আহত ১৯২০০

বিভিন্ন মাজারে হামলার নিন্দা দেওয়ানবাগের

রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

এই বিভাগের সব খবর

শিরোনাম :