ড. মুহাম্মদ ইউনূসকে জাতীয় প্রেস ক্লাবের অভিনন্দন

প্রকাশ | ১১ আগস্ট ২০২৪, ২০:১৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

প্রবল গণআন্দোলনের মধ্যে শেখ হাসিনা সরকারের পতনের পর সদ্যগঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার নেওয়ায় ডক্টর মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি। 

ছাত্র-গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী সমন্বয়করাসহ ছাত্র সমাজের প্রতি অভিনন্দন জানানোর পাশাপাশি জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদেরও অভিনন্দন জানিয়েছে।

রবিবার ক্লাব ব্যবস্থাপনা কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এ অভিনন্দন জানানো হয় বলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সভাপতি হাসান হাফিজ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।

সভায় বলা হয়, ড. মুহাম্মদ ইউনূস জাতীয় প্রেস ক্লাবের একজন সম্মানীয় সদস্য। তিনি শান্তিতে নোবেল পুরস্কারসহ শতাধিক আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননায় ভূষিত। তিনি বাংলাদেশের গর্বের ধন। আন্তর্জাতিক পর্যায়ে তিনি বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছেন।

সভায় আরও বলা হয়, ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নতুন বাংলাদেশ বিনির্মাণে মুহাম্মদ ইউনূস আত্মনিয়োগ করেছেন। আমরা তার সরকারের সাফল্য কামনা করি এবং আশা করি তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে ফিরে আসবে।

ছাত্র-জনতাসহ দেশের সর্বস্তরের মানুষের প্রত্যাশা পূরণের আশা রেখে এতে আরও বলা হয়, দেশে শান্তি, স্থিতিশীলতা, সুশাসন এবং হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরে আসবে। একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।

সভায় অন্যদের মধ্যে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, বখতিয়ার রাণা, আবদুল হাই শিকদার, কাদের গনি চৌধুরী, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, সীমান্ত খোকন ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন। 

(ঢাকাটাইমস/১১আগস্ট/ডিএম/কেএম)