বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহসিন চৌধুরী

প্রকাশ | ১১ আগস্ট ২০২৪, ২০:৩৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সংস্থাটির কমিশনার মু. মোহসিন চৌধুরী। সংস্থাটির চেয়ারম্যান নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

 

রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে। আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কমিশনার মোহসিন চৌধুরী বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রুটিন দায়িত্ব পালন করবেন।

 

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের পদত্যাগপত্র দাখিলের তারিখ (১০ আগস্ট) থেকে আদেশ কার্যকর হবে।’ বলা হয় আদেশে।  

মোহসিন চৌধুরী বিএসইসির কমিশনারদের মধ্যে সর্ব জ্যেষ্ঠ। শেখ হাসিনা সরকারের পতনের পর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্ব পরিবর্তনের ধারাবাহিকতায় শনিবার পদ ছাড়েন বিএসইসির চেয়ারম্যানের শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

(ঢাকাটাইমস/১১আগস্ট/কেএম)