প্রধান নির্বাহী সম্পাদক জ ই মামুনকে এটিএন বাংলা থেকে অব্যাহতি
প্রকাশ | ১১ আগস্ট ২০২৪, ২০:৩৭
বেসকারি টিভি চ্যানেল এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ ই মামুনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।
জ ই মামুনকে দেওয়া এই নোটিশে বলা হয়েছে— ‘অফিস শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রম হতে আপনাকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।’ ১১ আগস্ট ২০২৪ তারিখ থেকে আদেশ কার্যকর হওয়ার কথা উল্লেখ করা হয়েছে নোটিশে।
উল্লেখ্য, জ ই মামুন ২০১৫ সাল থেকে এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এই টিভি চ্যানেলে যোগদানের আগে তিনি বেসরকারি আরেক টিভি চ্যানেল যমুনা টিভির বার্তা ও অনুষ্ঠান বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
(ঢাকাটাইমস/১১আগস্ট/এমআর)