চলতি বছরে সব টেস্ট খেলতে চান সাকিব: প্রধান নির্বাচক

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০২৪, ১৫:২৭

আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন বেশ বিপাকে। অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন, অনেকেই হয়েছেন হামলার শিকার। যার ফলে বেশ বিপদেই আছেন সাকিব আল হাসান। তার দেশে ফেরা নিয়েও আছে শঙ্কা। তবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি সুযোগ পেয়েছেন। চলতি বছরে সব মিলিয়ে ৮টি টেস্ট খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচেই সাকিব অ্যাভেইলেবল আছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

আজ (সোমবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান এই নির্বাচক।

এ সময় লিপু বলেন, ‘সম্ভবত জুলাইয়ের শেষ দিকে সাকিবের সঙ্গে অনেকদিন পর আমার কথা হয়। তার খোঁজখবর নেই। ৬-৭ তারিখের দিকে আবার কথা হয়। জিম্বাবুয়ে সিরিজের সময় তার সঙ্গে আমাদের সভা হয়েছিলো। কারণ সামনে অনেকগুলো টেস্ট, সেখানে তাকে পাওয়া নিয়ে কথা হয়েছিল। তখন তিনি আশ্বস্ত করেছিলেন। এই পরিস্থিতি আবার আমাকে এটা জানতে হয়েছে। শুধু ফোন না, ই-মেইলও আদান প্রদান হয়েছে তিনি অ্যাভেইলেবল থাকবেন কিনা। অ্যাভেইলেবলের পাশাপাশি প্রত্যেক সিরিজের আগে যে অনুশীলন সেশন হয় সেখানে তিনি থাকবেন কিনা সেটাও জানার বিষয় ছিল।’

দেশের সেরা অল-রাউন্ডার সব টেস্টে খেলার নিশ্চয়তা দিয়েছেন বলে জানালেন গাজী আশরাফ, ‘৮টি টেস্ট ম্যাচ হবে যেটা ওয়েস্ট ইন্ডিজ দিয়ে শেষ হবে ডিসেম্বরে। সবগুলোতেই তিনি অ্যাভেইলেবল থাকবেন। এবং তিনি নিয়মিত অনুশীলন সেশনেও থাকবেন। হ্যাঁ, অনুশীলন সেশনে সব খেলোয়াড়, বিদেশি কর্মকর্তাদের নিরাপত্তা ইস্যু থাকে। এটা নিশ্চিত করতে হবে। নির্বাচনের ক্ষেত্রে আমরাও ভেবেছি, অনেক ইস্যু ছিলো। খেলার বাইরে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তার নির্বাচন হয়েছে তার খেলার মেধার ক্ষেত্রে। তার মেধার জায়গাটাকে সমুন্নত রেখেছি। আগামীতেও আমি মনে করি মেধাটাকে গুরুত্ব দিতে পারব।’

(ঢাকাটাইমস/১২ আগস্ট/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

শ্রীলঙ্কার বিপক্ষে ১০৪ রানের বিশাল জয় বাংলাদেশের

ভারত সিরিজের টেস্টে ডাক পাওয়া নিয়ে যা বললেন জাকের আলী 

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বড় অঙ্কের অর্থ পাচ্ছেন ক্রিকেটাররা 

মনে হচ্ছে আমাকে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে: আসিফ মাহমুদ

ইনজুরির মাঝেই ফ্লুতে আক্রান্ত হয়ে পরের ম্যাচেও অনিশ্চিত মেসি

সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর অনুসারী এখন ১০০ কোটি, বিশ্বে তিনিই প্রথম

গুঞ্জনের মাঝে বিসিবিতে তামিম, কারণ জানালেন ফারুক

বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকি, যা বললেন বিসিবি সভাপতি

বৃষ্টিতে পরিত্যক্ত, ইতিহাসের পাতায় আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্ট

ভারতের কাছে পাত্তা পাবে না বাংলাদেশ: দীনেশ কার্তিক

এই বিভাগের সব খবর

শিরোনাম :