পাকিস্তানের উদ্দেশ্যে বিমানে উঠলেন জাতীয় দলের ক্রিকেটাররা

প্রকাশ | ১২ আগস্ট ২০২৪, ১৭:৫৬

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। চলতি মাসেই পাকিস্তানের মাটিতে দুইটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। আসন্ন এই সিরিজে অংশ নিতে নাজমুল শান্তর দলের পাকিস্তান যাওয়ার কথা ছিল ১৬ আগস্ট। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আমন্ত্রণে চারদিন আগে পাকিস্তান রওয়ানা হয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আজ (সোমবার) বিকেলে পাকিস্তানের লাহোরের উদ্দেশ্যে বিমানে উঠেছে নাজমুল হোসেন শান্তর দল। 

বাংলাদেশে বিরাজমান অস্থিতিশীল পরিবেশ-পরিস্থিতির কারণে পাকিস্তানের বিপক্ষে ২ টেস্টের সিরিজের জন্য ভালোভাবে অনুশীলন করতে পারেনি টাইগার ক্রিকেটাররা। যে কারণে পিসিবিই আমন্ত্রণ জানয়েছিলো, সফর এগিয়ে নেয়ার জন্য। যাতে করে সেখানে বাংলাদেশ দলের ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত করে নিতে পারে।

২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে ২ টেস্টের সিরিজ। তার আগে বাংলাদেশ দল লাহোরে তিনদিন এবং রাওয়ালপিন্ডিতে তিনদিন অনুশীলন করার সুযোগ পাবে।

আজ বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। দুবাই হয়ে তারা গিয়ে লাহোর পৌঁছাবে।

টেস্ট সিরিজের জন্য রবিবারই ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নানা অনিশ্চয়তা সত্ত্বেও এই দলে রাখা হয়েছে সাকিব আল হাসানকে। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলে তিনি সেখান থেকেই সোজা পাকিস্তান এসে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।

বাংলাদেশ টেস্ট দল

মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

(ঢাকাটাইমস/১২ আগস্ট/এনবিডব্লিউ)