রাজধানীতে সহকর্মীর বন্দুকের ‘মিসফায়ারে’ দুই পুলিশ কর্মকর্তা আহত

প্রকাশ | ১২ আগস্ট ২০২৪, ১৮:৫৯ | আপডেট: ১২ আগস্ট ২০২৪, ২০:০৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

রাজধানীর মিরপুর পুলিশ লাইনস অস্ত্রাগারে সহকর্মীর কাছে থাকা বন্দুকের ‘মিসফায়ারে’ দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ঘটনা ঘটে।

আহতরা হলেন আল আমিন (৩০) ও ইয়াসিন আলী (২৮)। দুজনই দারুস সালাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ইয়াসিন আলী স্থানীয় একটি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন। আল আমিনের সঙ্গে তিনি ঢামেকে অবস্থান করছেন। 

বিকাল ৫টার দিকে জামাল উদ্দিন ঢাকা টাইমসকে বলেন, ‘সংবাদ পেয়ে আমি হাসপাতালে এসেছি। কিছুক্ষণ আগে আল আমিনের এক্স-রে করা হয়েছে। এখন সিটি স্ক্যান করা হচ্ছে।’

এএসআই আলামিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন দারুস সালাম থানার এএসআই রঞ্জু মিয়া। তিনি জানান, কয়েকদিন ধরে থানার কার্যক্রম বন্ধ ছিল। সোমবার কাজে যোগ দেওয়ার পর মিরপুর-১৪ নম্বরে পুলিশ লাইনসে তারা জমা দেওয়া আগ্নেয়াস্ত্র আনতে যান। ইয়াসিন আলী আগ্নেয়াস্ত্রে ম্যাগাজিন ঢুকিয়ে সেটি পরীক্ষা করছিলেন। এ সময় অসাবধানতাবশত গুলি বেরিয়ে ইয়াসিনের হাতের তালু ভেদ করে পাশে থাকা আলামিনের বুকের এক পাশে লেগে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থানার সব অস্ত্র মিরপুর পুলিশ লাইনসে জমা দেওয়া হয়। দুপুরে অস্ত্র আনতে সেখানে যান আল আমিনসহ অনেকে। সময় এক সহকর্মীর হাত থেকে অসাবধানতাবশত পিস্তলের গুলি বের হয়ে আল আমিনের পেটের বামপাশে বিদ্ধ হয়ে পিঠ দিয়ে বেরিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বিকাল ৪টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন সহকর্মীরা। 

(ঢাকাটাইমস/১২আগস্ট/এলএম/কেএম)