অগ্রণী ব্যাংকের সাবেক এমডি এনামুল হকের মৃত্যু
প্রকাশ | ১২ আগস্ট ২০২৪, ১৯:২৯
অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক চৌধুরী শনিবার (১০ আগস্ট) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁকে সিলেটে দাফন করা হয়েছে।
তিনি ১৯৬৫ সালে ইউনাইটেড ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি শিল্প ব্যাংক (বর্তমান বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক), সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এনামুল হক চৌধুরীর মৃত্যুতে অগ্রণী ব্যাংক পিএলসি.’র পরিচালনা পর্ষদ, নির্বাহী কর্মকর্তা এবং কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
(ঢাকা টাইমস/১২আগস্ট/এসএ)