মিনিস্টার নিয়ে এলো  ‘শরৎ অফার’

প্রকাশ | ১২ আগস্ট ২০২৪, ২১:৪৮

ঢাকা টাইমস ডেস্ক

শরৎকাল মানেই ফুরফুরে আবহাওয়া। মনকে আরও বেশি ফুরফুরে করে দিতে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ নিয়ে এলো ‘শরৎ অফার’। চলমান এই অফারে রয়েছে এয়ার কন্ডিশনার (এসি), রেফ্রিজারেটর ও টেলিভিশনসহ (টিভি) সকল পণ্যের উপর বিশাল অফার।

শরৎ অফারে নির্দিষ্ট টেলিভিশনে রয়েছে ৫৩% পর্যন্ত বিশেষ মূল্যছাড়। নগদ ক্রয়ে মিনিস্টার এলইডি ডিলাক্স মডেলের ২৪ ইঞ্চি ও ৩২ ইঞ্চির টিভি পাওয়া যাবে যথাক্রমে ৭ হাজার ৯৯৯ ও ১০ হাজার ৯৯৯ টাকায়। এছাড়াও, ৪৩ ইঞ্চি থেকে ৫৮ ইঞ্চি সকল টিভিতে নগদ ক্রয়ে পাওয়া যাবে ছয় হাজার টাকা পর্যন্ত মূল্যছাড়।

রেফ্রিজেরটরের ক্ষেত্রে নগদ টাকায় নির্দিষ্ট মডেলের রেফ্রিজারেটর কিনলে ক্রেতা পেয়ে যাবেন ১৫ হাজর ২৬১ টাকা পর্যন্ত মূল্যছাড়! অন্যান্য নির্দিষ্ট মডেলের রেফ্রিজারেটরেও রয়েছে চার হাজার থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত  নিশ্চিত মূল্যছাড়। এছাড়া ক্রয়কৃত রেফ্রিজেরটরের সাথে ৫০০ থেকে একহাজার টাকা মূল্যের গিফট বক্স তো থাকছেই। 

এছাড়াও  ‘শরৎ অফারে’ নগদ টাকায় এক থেকে দুই টনের এয়ার কন্ডিশনার (এসি) কিনলেই গ্রাহক পেয়ে যাবেন অবিশ্বাস্য নিশ্চিত ক্যাশ ডিসকাউন্ট। বরাবরের মতো এসির ইন্সটলেশন চার্জ সম্পূর্ণ  ফ্রি। 

হোম এ্যাপ্লেয়ান্সের ক্ষেত্রে  যেকোনো মডেলের রাইস কুকার, ফ্যান, মিক্সার গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি কিনলেও গ্রাহক পেয়ে যাবেন অবিশ্বাস্য নিশ্চিত ক্যাশ ডিসকাউন্ট। নগদ মূল্যছাড় ছাড়াও নগদ ও বিকাশে পেমেন্টের ক্ষেত্রেও রয়েছে ক্যাশব্যাকের সুবিধা।

আরও বিস্তারিত জানতে ভিজিট করুন https://ministerbd.com/ হটলাইনঃ 09606 700 700 / ০৯৬০৬ ৭০০ ৭০০

(ঢাকাটাইমস/১২আগস্ট/পিএস)