পদোন্নতি বঞ্চিতদের তোপের মুখে সচিবালয় ছাড়লেন সায়লা ফারজানা
প্রকাশ | ১৩ আগস্ট ২০২৪, ১৪:২৭ | আপডেট: ১৩ আগস্ট ২০২৪, ১৪:৪৪
কর্মকর্তা-কর্মকর্তাদের তোপের মুখে দপ্তর ছাড়তে বাধ্য হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন অভ্যন্তরীণ ও নবনিয়োগ অধিশাখা) সায়লা ফারজানা।
এর আগে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা তাকে কক্ষে আটকে রাখেন। পরে অতিরিক্ত সচিব (প্রশাসন) সায়লা ফারজানাকে উদ্ধার করে পুলিশি পাহারায় গাড়িতে তুলে দেন। এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরও দুই অতিরিক্ত সচিবকে শেখ হাসিনার ‘দালাল’ বলে স্লোগান দেন পদোন্নতি বঞ্চিতরা।
মঙ্গলবার সচিবালয়ে এ ঘটনা ঘটে।
বিসিএস ১৭ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সায়লা ফারজানা বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব। তিনি বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মনিরুল ইসলামের সহধর্মিণী।
এর আগে গত রবিবার নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগে নতুন অতিরিক্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এই অনুবিভাগের প্রধান হিসেবে আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফকে পদায়ন করা হয়েছে। বিসিএস ১৭ ব্যাচের এই কর্মকর্তা কয়েক মাস আগেই অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পান। ক্ষমতাচ্যুত সরকারের আমলে পদোন্নতি পাওয়া কর্মকর্তার পদায়নে বঞ্চিতরা বিক্ষোভ দেখান। এর আগে এ পদে থাকা অতিরিক্ত সচিব নাজমুছ সাদাত সেলিমকে ওএসডি করা হয়।
বিসিএস ১৭ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে চট্টগ্রামে সহকারী কমিশনার পদে তিনি কর্ম জীবন শুরু করেন।
সায়লা ফারজানা গোপালগঞ্জ জেলার বাটিকামারী গ্রামের সভ্রান্ত পরিবারে মরহুম ছাদেক মিয়ার ঘরে ১৫ অক্টোবর ১৯৭১ সালে জন্ম গ্রহণ করেন। তিনি বাটিকামারী হাইস্কুল থেকে মাধ্যমিক, ফরিদপুর জেলার সরদা সুন্দরী মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণী বিদ্যা বিষয়ের ওপর অনার্স-মাষ্টার্স সম্পন্ন করেন।
তিনি প্রশাসনের দীর্ঘ সুসজ্জিত কর্মজীবনে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব এবং উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বের সাথে কাজ করেছেন।
(ঢাকাটাইমস/১৩আগষ্ট/কেএ)