চাঁদপুরে ৫ আগস্টে আহত আ. লীগ নেতার মৃত্যু

প্রকাশ | ১৩ আগস্ট ২০২৪, ১৪:৪১ | আপডেট: ১৩ আগস্ট ২০২৪, ১৪:৫০

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস

গত ৫ আগস্ট সরকার পতনের দিন বিএনপির নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু খান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশ আরিফ খান।

মৃত বাচ্চু খান হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নের নয়ানী লক্ষ্মীপুর গ্রামের মৃত আবদুল লতিফ খানের ছেলে। তিনি আলগী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। 

জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের খবরে হাইমচর উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি, যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা সদরে মিছিল বের করে। এক পর্যায়ে মিছিলকারীরা হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর বাড়িতে হামলা, লুট ও অগ্নিসংযোগ করেন। 
এসময় আওমীলী লীগ নেতা বাচ্চু খান, শাহজাহান ভূঁইয়া, মফিজুর রহমান মনা শিকদারসহ ১০-১৫ নেতাকর্মীকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। আহতদের মধ্যে ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাচ্চু খান মঙ্গলবার দুপুরে ইন্তেকাল করেন।
এছাড়া গুরুতর জখম মফিজুর রহমান মনা শিকদার ও শাহজাহান ভুইয়া ঢাকার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

মৃত বাচ্চুর ছোট ভাই বলেন, ‘দীর্ঘ এক সপ্তাহ পর চিকিৎসাধীন থাকা অবস্থায় বড় ভাই বাচ্চু খান মারা গেছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা এ হত্যার বিচার চাই।’


(ঢাকা টাইমস/১৩আগস্ট/এসএ)