সিআইডিপ্রধান এসবিপ্রধানসহ পুলিশে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১৫:১৪ | প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৪, ১৪:৫১

দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকারের বিভিন্ন বিভাগে শীর্ষ পদসহ ব্যাপক রদবদল হচ্ছে। পরিবর্তন আনা হয়েছে পুলিশের শীর্ষ পদেও। এরই ধারাবাহিকতায় আজ পুলিশ প্রশাসনে বড় রদবদল এসেছে।

মঙ্গলবার সিআইডির অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়াসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

এছাড়া পৃথক প্রজ্ঞাপনে এসবির অতিরিক্ত আইজি মনিরুল ইসলামকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

বদলিকৃত ১০ কর্মকর্তার মধ্যে পুলিশ অধিদপ্তর শাখার অতিরিক্ত আইজি মো. তওফিক মাহবুব চৌধুরীকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, সিআইডির অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়াকে পুলিশ অধিদপ্তর ঢাকার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেনকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার খাগড়াছড়ির অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি এএফএম আনজুমান কালামকে অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক, সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. কামরুল আহসানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক, চট্টগ্রাম আরআরএফের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) শাহজাদা মো. আসাদুজ্জামানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক, খুলনা এবিপিএন-৩ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. মাসুদ করিমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, সিলেট এবিপিএন-৭ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) খো. ফরিদুল ইসলামকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার এবং সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।

অপরদিকে সারাদেশে পুলিশ সুপার পদের ২৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়েছে।

যাকে যেখানে বদলি-

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. জয়নুল আবেদীনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার পদে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. সাহেদ আল মাসুদকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার পদে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মশিউর রহমানকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীরকে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মানস কুমার পোদ্দারকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার পদে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার কাজী মনিরুজ্জামানকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার পদে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. রাজীব আল মাসুদকে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার রিফাত রহমান শামীমকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফুল ইসলামকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার পদে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলামকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মাহবুব উজ জামানকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার পদে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হককে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার পদে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. জসীম উদ্দীন মোল্লাকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীমকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইনকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।

সারদা পুলিশ সুপার ফারুক আহমেদকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার খোন্দকার নাজমুল হাসানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়াকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, পুলিশ স্টাফ কলেজ ঢাকার পুলিশ সুপার সুফিয়ান আহমেদকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, খুলনা পিটিসির পুলিশ সুপার মো. ইসরাইল হাওলাদারকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, বিএমপির উপ-পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, রংপুর পিটিসির পুলিশ সুপার আমিনুল ইসলামকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল হককে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, নৌ-পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, সিআইডির বিশেষ পুলিশ সুপার রওনক জাহানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, পিবিআইয়ের পুলিশ সুপার রওনক আলমকে ডিএমপির উপ-পুলিশ কমিশনারে এবং এসবির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/এলএম/এফএ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :