শিক্ষার্থীদের তুলির আঁচড়ে উড়াল সেতুর পিলারে প্রতিবাদী উক্তি
শিক্ষার্থীদের তুলির আঁচড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় উড়াল সেতুর পিলারে শোভা পাচ্ছে প্রতিবাদী উক্তি।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুরের শ্রীপুরে পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
উক্তিগুলো হলো, ‘তোমরা সৎ খোদাভীতির কাজে একে অন্যকে সহায়তা কর’, ‘আমার সকল নির্ভরতা আল্লাহর উপর’, ‘অত্যাচারী রাজপ্রাসাদ মানুষের ঘৃণায় ধ্বংস হয়ে যায়’, ‘মানব হিতৈষীর ভাঙ্গা কুটির একদিন তীর্থখানা হয়ে যায়’, ‘অসাধু ব্যবসায়ী হয়ে নিজেকে ভাবছো ব্যবসার রাজা অন্যের টাকা খেয়ে করেছ ভূঁড়ি ভাজা’, ‘আমার কি দোষ ছিল?’, ‘আমার সোনার বাংলা স্বাধীন বাংলা বেতার। Be the light. আমাদের শহর মাওনা’।
শিক্ষার্থীদের এমন নানান প্রতিবাদী উক্তি শোভা পাচ্ছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর পিলারসহ পৌর শহরের বিভিন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ দেয়ালে। এর আগে দেয়ালগুলোতে ছিল ছিল বিভিন্ন পণ্যের বাহারি বিজ্ঞাপনের পসরা। তার পরিবর্তে আজ সেখানে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে ফুটে তুলেছে কোটা আন্দোলনের স্লোগানসহ দেশের বিভিন্ন চিত্র আর সমাজ সংস্কারমূলক উক্তি।
এ সময় কথা হয় বৈষম্যবিরোধী আন্দোলন লড়াইয়ে অংশ নেওয়া পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাশেদ মিয়ার সঙ্গে। তিনি বলেন, মাওনা চৌরাস্তা উড়াল সেতুর পিলারে দেয়ালের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের পোস্টার, বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে সৌন্দর্য নষ্ট হচ্ছিল। এসব পোস্টার, ফেস্টুন অপসারণ করে সৌন্দর্য বাড়াতে দেয়াল লিখন চলছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিভিন্ন দেয়ালে রং তুলিতে দেয়াল লিখন করছেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। রাকিব নামের এক শিক্ষার্থী বলেন, ‘মহাসড়কের বিভিন্ন জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। সেই সঙ্গে দেয়ালগুলোতে বিভিন্ন চিত্র, উক্তি, ছবি আঁকা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের সৌন্দর্য বর্ধনের কাজ অব্যাহত থাকবে, যাতে আমরা সুন্দর একটি সোনার বাংলা উপহার দিতে পারি।’
(ঢাকা টাইমস/১৩আগস্ট/এসএ)