রংপুরে পুলিশের কর্মব্যস্ততা বাড়তে শুরু করেছে 

রংপুর ব্যুরো, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৪, ১৬:০৬

কর্মব্যস্ততা বাড়তে শুরু করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের ছয়টি ও জেলা পুলিশের আটটি থানায়। ট্রাফিক পুলিশও কাজে যোগ দেওয়ায় নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরে আসতে শুরু করেছে। সেই সঙ্গে মঙ্গলবারও ছাত্র-ছাত্রীদের ট্রাফিক নিয়ন্ত্রণে দেখা গেছে।

সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, ভাবমূর্তি ফেরাতে জনসেবায় গুরুত্ব দিতে হবে পুলিশ বাহিনীর সদস্যদের। সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে আবারও পুলিশের ওপর সবার আস্থা ফেরাতে হবে।

মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিরতি কাটিয়ে আবারও মাঠে নেমেছেন পুলিশ সদস্যরা। অনেক জায়গায় শিক্ষার্থীরা সহায়ক হিসেবে রয়েছেন তাদের পাশে। শুধু নগরীর শৃঙ্খলাই নয় নাগরিক নিরাপত্তা নিশ্চিতেও গত কয়েক দিন ধরে নিরলসভাবে কাজ করছেন শিক্ষার্থীরা।

রংপুর কারমাইকেল কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইতা হোসেন সৌমিতা বলেন, ‘আমরা যদি সবাই মিলে দেশটা গড়ি, তাহলে আমরা সকলেই ভালো থাকবো। দেশে বৈষম্য থাকবে না, ঘুস থাকবে না, দালালি থাকবে না, দলীয় করণ থাকবে না। আমরা সকলেই সকলকে সহযোগিতা করলে বিশ্বের মধ্যে আমাদের স্থান আরো উচুতে পৌঁছাবে।’

রংপুর সরকারী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী শারিকা আজমাইন বলে, দেশের প্রয়োজনে সড়ক নিরাপদ রাখাটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। দেশের এই ক্রান্তিকালে সাধারণ মানুষের রাস্তাঘাটে চলাচলে অসুবিধার মুখে পড়েছে। আমরা তাদের সাহায্য করতে সড়কে নেমেছি। সেই থেকে অনুভব করছি আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা কতটা কষ্ট করে সড়কগুলোতে মানুষের চলাচলের পথ সুগম করে দেয়।

রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাজিয়া সুলতানা বলেন, ‘পুলিশের ওপর জনগণের আস্থা যেন ফিরে আসে এবং হারানো গৌরব ফেরাতে সম্মিলিতভাবে আমরা কাজ করছি।’

রংপুর সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক তারানা সোমা বলেন, ‘আমাদের সকলকে নিয়মের মধ্যে থেকে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে রাজনৈতিক দল বলেন, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী বলেন সকলকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। সেক্ষেত্রে ঘুস, অনিয়ম-দুর্নীতি, লুটপাট, দখলসহ সবখান থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের লক্ষ থাকতে হবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।’

সমাজ সেবক রতুরাম ভৌমিক বলেন, ‘সত্যিকার অর্থেই পুলিশ বাহিনীকে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। তাদেরকে দিয়ে কোনো রাজনৈতিকদল স্বার্থ হাসিলের জন্য চেষ্টা না করে সেই দিকে নজর রাখতে হবে।

(ঢাকা টাইমস/১৩আগস্ট/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :