১৮ আগস্ট থেকে জবিতে সশরীরে ক্লাস শুরু

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১৭:৪১ | প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৪, ১৭:২২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ১৮ আগস্ট থেকে সশরীরে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার উপাচার্যের কনফারেন্স রুমে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী এ সিদ্ধান্ত নেন।

হুমায়ুন কবির বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার পদগুলো শূন্য। এখন শিক্ষার্থীদের ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সশরীরে ক্লাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কোষাধ্যক্ষের পদে থেকে এমন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় আইনে বলা আছে–উপাচার্যের শূন্য পদে নবনিযুক্ত উপাচার্য কার্যভার গ্রহণ না করা পর্যন্ত, চ্যান্সেলরের ভিন্নরূপ সিদ্ধান্ত না থাকা সাপেক্ষে, ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন ট্রেজারার। আমি মনে করি, আমি যে সিদ্ধান্তগুলো নিয়েছি তা শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ভালোর জন্য। এসব সিদ্ধান্তে চ্যান্সেলর মহোদয়ও একমত হবেন।’

বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান ঢাকা টাইমসকে বলেন, ‘কেন্দ্রীয়ভাবে ১৮ আগস্ট থেকে সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল আমরা বিভাগে একটি মিটিং ডেকেছি, সেখানে শিক্ষক-শিক্ষার্থীরা থাকবেন। কোটা আন্দোলনে মারা যাওয়া শিক্ষার্থীদের জন্য সেখানে দোয়া মাহফিল হবে। এছাড়া বৈঠকে কেন্দ্রীয়ভাবে নেওয়া সিদ্ধান্তটি উত্থাপন করব। প্রায় সব ব্যাচের পরীক্ষা চলমান ছিল। পরীক্ষা দিতে শিক্ষার্থীরা যদি প্রস্তুতির সময় চায়, সেটা বুঝে আমরা ডেট দিবো।’

গত ৮ আগস্ট সিদ্ধান্ত হয় ১৮ আগস্ট থেকে অনলাইনে ক্লাস নিবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে দেখা যায় শিক্ষার্থীদের।

(ঢাকা টাইমস/১৩আগস্ট/এসএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

দ্বিতীয় দফায় বন্যার্তদের পাশে ঢাবির লোকপ্রশাসন বিভাগ

ইডেন-ঢাকা কলেজসহ ২১ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ

হলের গণরুম বিলুপ্তির সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের

ঢাবির শিক্ষাব্যবস্থার সংস্কার বিষয়ক মতবিনিময় সভা

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের সার্টিফিকেট অনলাইনে সত্যায়নের উদ্যোগ

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে কোটা বাতিল, ৩য় ধাপের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশের দাবি

‘সহমত ভাই’ হওয়ার প্রয়োজন নেই, জানালেন হাসনাত আব্দুল্লাহ

হাবিপ্রবির প্রক্টরের দায়িত্বে ড. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শক ড.এমদাদুল

ঢাবির একাডেমিক কার্যক্রম শুরুর সম্ভাব্য তারিখ ২২ সেপ্টেম্বর

উপাচার্য নিয়োগে দুই দিনের আলটিমেটাম চবি শিক্ষার্থীদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :