স্বাভাবিক হচ্ছে এটিএম বুথের কার্যক্রম
এক সপ্তাহের বেশি সময় পর স্বাভাবিক হচ্ছে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বন্ধ থাকা এটিএম বুথগুলো। ফলে বুথ ব্যবহার টাকা উত্তোলন ও জমা দিতে পারছেন গ্রাহকরা।
মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার, বাংলামোটর ও মগবাজার এলাকা ঘুরে দেখা যায় অধিকাংশ ব্যাংকের এটিএম বুথ চালু হয়েছে।
এটিএম বুথগুলোতে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা জানান, এতদিন পুলিশের কর্মবিরতির কারণে বুথে টাকা পাঠানো থেকে বিরত ছিল আর্থিক প্রতিষ্ঠানগুলো। এ কারণে অর্থ সংকটে বন্ধ হয়ে যায়, বেশিরভাগ বুথ। কিছু কিছু এটিএম বুথ চালু থাকলেও এসময় প্রত্যাশিত পরিমাণ উত্তোলন করতে পারেননি গ্রাহকরা।
নিরাপত্তাকর্মীরা আরও জানিয়েছেন, গতকাল থেকে বুথে টাকা পাঠানোর কার্যক্রম শুরু হয়। ফলে গ্রাহকরা এখন স্বস্তিতে প্রত্যাশিত পরিমাণ অর্থ তুলতে পারছেন।
প্রসঙ্গত, দৈনন্দিন প্রয়োজনে নগদ টাকার জন্য গ্রাহকরা এটিএম বুথ ব্যবহার করেন। তবে শেখ হাসিনা সরকার পতনের পর সহিংসতায় পুলিশের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে নিরাপত্তার কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় এটিএম বুথ বন্ধ রেখেছিল ব্যাংকগুলো।
(ঢাকাটাইমস/১৩আগস্ট/এলএম/এমআর)