তারা এখন কোথায়?
প্রকাশ | ১৩ আগস্ট ২০২৪, ১৯:০৩ | আপডেট: ১৩ আগস্ট ২০২৪, ১৯:১৪
তারা দুর্দণ্ড প্রতাপে ছড়ি ঘুরিয়েছেন সবার ওপরে। শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে নির্বিচারে দমন করেছেন ভিন্নমত ও প্রতিবাদ। কিন্তু ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আর দেখা মিলছে না তাদের। এখন কোথায় আছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি (এসবি প্রধান) মনিরুল ইসলাম, ডিআইজি হারুন অর রশিদ. ডিএমডি ডিসি বিপ্লব কুমার, মেহেদি হাসান?
তারা দেশে আছেন নাকি বিদিশে পাড়ি জমিয়েছেন, বলতে পারছেন না কেউ।
ইতিমধ্যে আইজিপি, ডিএমপি কমিশনার ও র্যাব মহাপরিচালককে সরিয়ে দেওয়া হয়েছে তাদের পদ থেকে। আইজিপির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। ওএসডি করা হয়েছে র্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনারকে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলামকে সরিয়ে সংযুক্ত করা হয়েছে পুলিশ অধিদপ্তরে।
মাঝে এক দিন ৬ আগস্ট বিকালে চৌধুরী আবদুল্লাহ আল মামুন আত্মগোপন থেকে ভিডিও বার্তা পাঠান। তাতে পুলিশ সদস্যদের দৃঢ়মনোবল নিয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। সেদিন রাতেই বাতিল করা হয় এই আইজিপির চুক্তিভিত্তিক নিয়োগ।
জানা গেছে, পুলিশের ঊর্ধ্বতন অন্তত ২৫ জন কর্মকর্তার খোঁজ মিলছে না। পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, ৫ আগস্ট বিকেলে হারুন অর রশীদসহ কয়েকজন সিভিল পোশাকে দেয়াল টপকে নগর ভবনে যান, সেখান থেকে তারা নিরাপদ আশ্রয়ে পালান। হারুনকে বিমানবন্দর থেকে আটক করে নিয়ে গেছে রাষ্ট্রীয় একটি সংস্থা এমন খবর জানা গিয়েছিল।
আইজিপি, অতিরিক্ত আইজিপি, ডিএমপি কমিশনারসহ কয়েকজন কর্মকর্তা পুলিশ সদর দপ্তরের নতুন ভবনের ছাদের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে পালান বলে সূত্র জানায়।
ওই কর্মকর্তারা এখন কোথায় আছেন কেউ বলতে পারছে না। অথচ তাদের নির্দেশে ছাত্র-জনতার আন্দোলন দমাতে কাজ করেছেন মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা। আহত-নিহত হয়েছেন তারা।
পুলিশ সদস্যরা এত বিপুল ক্ষয়ক্ষতির জন্য পুলিশের সাবেক আইজিপি, সাবেক ডিএমপি কমিশনারকে দুষছেন। তাদের সঙ্গে আছেন অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, ডিবির অ্যাডিশনাল কমিশনার হারুন অর রশিদ, ডিসি বিপ্লব কুমার, মেহেদি হাসান, সুদীপ, এডিসি ইলিয়াস, রমনার এডিসি আখতার, এসি ইমরানসহ বেশ কিছু পুলিশ কর্মকর্তা।
কোনো কোনো ক্ষেত্রে তাদের গুলি করতে বাধ্য করেছেন ওই সব কর্মকর্তা। এমনকি সাঁজোয়া যানে উঠে নির্বিচার গুলিবর্ষণ করেন মেহেদি, সুদীপ, বিপ্লব। আর তাতে আরও ঘোলাটে হয় পরিস্থিতি।
ছাত্র-জনতার বিরুদ্ধে পুলিশকে আগ্রাসী করার পেছনে ভূমিকা পালকারী ওই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার এবং নতুন আইজপির নেতৃত্বে নতুন পুলিশ প্রশাসন।
(ঢাকাটাইমস/১৩আগস্ট/মোআ)