ব্যাংক এশিয়ার চেক হস্তান্তর
প্রকাশ | ১৩ আগস্ট ২০২৪, ১৯:২৩
সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের আওতায় গুলশান লেক পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিষ্কাশন কাজের জন্য গুলশান সোসাইটির অনুকূলে বরাদ্দকৃত ১০ লাখ টাকার চেক হস্তান্তর করলো ব্যাংক এশিয়া পিএলসি।
মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন গুলশান সোসাইটির প্রেসিডেন্ট ব্যারিস্টার ওমর সাদাতের কাছে চেক হস্তান্তর করেন।
গুলশান সোসাইটির মহাসচিব সৈয়দ এ. হাবিব, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির, ট্রেজারার আলী আশফাক এবং ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সহ ঊর্ধ্বতন নির্বাহীগণ এ সময় উপস্থিত ছিলেন।
(ঢাকা টাইমস/১৩আগস্ট/এসএ)