এখনও যে পাঁচ থানার কার্যক্রম বন্ধ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ অবস্থায় বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম। তবে এরইমধ্যে অধিকাংশ থানা চালু হলেও দেশের ৫ থানার কার্যক্রম এখনও স্থগিত রয়েছে।
থানাগুলো হলো— গাজীপুর জেলার জয়দেবপুর থানা, কুমিল্লার তিতাস থানা ও নাঙ্গলকোট থানা এবং লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ থানা।
মঙ্গলবার বিকালে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর ঢাকা টাইমসকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সারাদেশে ৬৩৯টি থানার মধ্যে ৬৩৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে। তবে জয়দেবপুর থানা, তিতাস থানা, নাঙ্গলকোট থানা, রায়পুর থানা ও রামগঞ্জ থানা থানা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত এবং প্রয়োজনীয় লজিস্টিকস, আসবাবপত্রসহ সব প্রয়োজনীয় সরঞ্জামাদি ধ্বংসপ্রাপ্ত হওয়ায় এসব থানার কার্যক্রম চালু হয়নি।
তবে আগামী দুই-তিন দিনের মধ্যে এই পাঁচটি থানারও কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/১৩আগস্ট/এলএম/ইএস)