নিজাম হাজারীর ব্যক্তিগত সহকারী মানিক কারাগারে 

ফেনী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৪, ২১:৩৪
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক ফেনীর সদ্য সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ফরিদ মানিক ওরফে পিএস মানিককে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের সদস্যরা। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে আখাউড়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ (পরিদর্শক) মো. খাইরুল আলম জানান, মোহাম্মদ ফরিদ মানিক আগরতলায় যাওয়ার জন্য আখাউড়া সীমান্তে পৌঁছান। তার ভ্রমণ ভিসা রয়েছে। কিন্তু দেশত্যাগে নিষেধাজ্ঞার কারণে তাকে আগরতলায় যেতে দেওয়া হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক দেখিয়ে আখাউড়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ফরিদ মানিক ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকার বাসিন্দা। তিনি ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ (ফেনী সদর উপজেলা) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে পরিচিত। নিজাম উদ্দিনের হয়ে ফরিদ মানিক নানা অপকর্ম করে এলাকায় আলোচিত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সূত্রে জানা যায়, ৪ আগস্ট ফেনীর মহিপালে উড়ালসেতুর নিচে বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সংঘর্ষে মো. সবুজ নামের এক ভ্যানচালক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। গত সোমবার রাতে নিহত সবুজের ভাই মো. ইউসুফ বাদী হয়ে ৬৫ জনকে আসামি করে ফেনীর সদর মডেল থানায় একটি মামলা করেন। ওই মামলায় মোহাম্মদ ফরিদ মানিককে আসামি করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন মামলার তথ্য নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সম্পর্কের জটিলতার গল্পে শামীম-সামান্তা
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৮ 
মহেশখালীতে পুলিশের লুট হওয়া পিস্তলসহ ডাকাত আটক
কর্ণফুলী ইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা