শিক্ষার্থীদের হাতে আটক, পুলিশ আসার পর জানা গেল সাজাপ্রাপ্ত আসামি

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৪, ২২:৩৮
অ- অ+

জামালপুরে প্রাইভেটকারে মদের বোতলসহ মেহেদী নোমান (৩৩) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। পুলিশে হস্তান্তরের পর জানা গেল সে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের পাঁচ রাস্তা এলাকা থেকে তাকে আটক করে শিক্ষার্থীরা।

আটক মেহেদী নোমান জামালপুর পৌর এলাকার পশ্চিম কাচারীপাড়া এলাকার আ ন ম আমিন উল্লাহর ছেলে।

থানা সূত্রে জানা যায়, একটি চেক জালিয়াতি মামলায় মেহেদীর এক বছরের সাজা হয়েছিল। দীর্ঘদিন সে পলাতক ছিল। চলতি বছরের ৩ জুন সেই মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন জামালপুরের যুগ্ম জেলা জজ ১ম আদালত।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কবির বলেন, গাড়িতে মদের বোতল পেয়ে আমাদের খবর দেয় শিক্ষার্থীরা। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারসহ তাকে থানায় নিয়ে আসা হয়। পরে জানা যায়, তার নামে একটি চেকের মামলায় এক বছরের সাজা রয়েছে।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভৈরবে দুদিনে শিয়ালের কামড়ে আহত ১৫ 
সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেপ্তার
বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয়ে রয়েল বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব
স্বামীসহ দীপু মনির বিরুদ্ধে দুদকের ২ মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা