খুলনায় পুলিশ ও ছাত্র-জনতা মহড়া, ফুলেল শুভেচ্ছা বিনিময়
খুলনা মহানগরীর আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে কেএমপির পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশ ও ছাত্র-জনতা মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মহড়া চলাকালে খুলনার রুপসা ট্র্যাফিক মোড়, ময়লাপোতা মোড়, শিববাড়ি মোড় ও জোড়াগেট মোড় পর্যন্ত সকল পয়েন্টে খুলনার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র সমন্বয়ক ও স্থানীয় জনতা পুলিশের কার্যক্রমকে স্বাগত জানিয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় পুলিশ বহরে অংশ নেওয়া পুলিশ সদস্য ও ছাত্র সমাজ খুলনা মহানগরীকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত রাখার প্রত্যয় ঘোষণা করেন।
মহড়ায় খুলনার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমন্বয়কগণসহ কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, সরদার রাকিবুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম, খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন খুলনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিমাই চন্দ্র কুন্ডু এবং ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১৩আগস্ট/পিএস)